ভারতে তরুণী নির্যাতনের ভিডিও ভাইরাল ঘটনায় এক নারীসহ গ্রেপ্তার ৪

- আপডেট সময় : ০৫:২৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১ ১৮৬ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
‘সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের ঝিনাইদহ, যশোর ও বেনাপোলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দু’জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। এদের একজন হচ্ছে, টিকটক ভিডিও বাংলাদেশ চক্রের প্রধান আশরাফুল মণ্ডল ওরফে রাফি এবং তার সহযোগী শাহিদা বেগম’
তরুণীই শেষ নয়, তার ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে দূর্বৃত্তরা। আর এই ঘটনার নেপথ্যে রয়েছে ঢাকার মগবাজারের বাসিন্দা হৃদয় বাবু। তাকে পুলিশ সানাক্ত করেছে।
ভিডিও ভাইরাল হওয়ার ঘটনার জের ধরে বাংলাদেশে নারী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বাংলাদেশের ঝিনাইদহ, যশোর ও বেনাপোলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দু’জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। এদের একজন হচ্ছে, টিকটক ভিডিও বাংলাদেশ চক্রের প্রধান আশরাফুল মণ্ডল ওরফে রাফি এবং তার সহযোগী শাহিদা বেগম।
র্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তার রাফি ‘টিকটক হৃদয়ের’ বস।
এর আগে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল ঘটনায় এর আগে দুই নারীসহ ৬জনকে গ্রেপ্তার করে বেঙ্গালুরু পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হয়েছে বাংলাদেশ পুলিশ। তার নাম রিফাদুল ইসলাম হৃদয় ওরফে টিকটক হৃদয় (২৬)।
রিফাদুল ইসলাম ঢাকার মগবাজার এলাকার বাসিন্দা। নির্যাতনের শিকার তরুণীটিও ঢাকার এলাকার বাসিন্দা। রিফাদুলই তাকে মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা বলে বছরখানেক আগে ভারতে নিয়ে যাবার কথা জানায় তরুণীর পরিবার।
পুলিশ জানিয়েছিল, রিফাদুল টিকটক ভিডিও বানানোর ফাঁদে ফেলে আরও কয়েকজন তরুণীকে ভারতে পাচার করেছে এমন তথ্য পেয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা রিফাদুল ঢাকার উত্তরা, খিলগাঁও ও হাতিরঝিলে মেয়েদের নিয়ে টিকটক ভিডিও তৈরি করতো।
বাসার কাছের হাতিরঝিলেই ভিডিও বানাতো বেশি। এভাবে মেয়েদের ফাঁদে ফেলে মানব পাচারকারী চক্রের যোগসাজশে ভারতে পাচার করতো। প্রাথমিকভাবে ঢাকার কয়েকজন তরুণীকে ভারতে পাচার করার তথ্য পেয়েছে পুলিশ।