ভারতের ‘অক্সিজেন এক্সপ্রেসে’ বাংলাদেশে আসলো ২০০ টন মেডিকেল অক্সিজেন

- আপডেট সময় : ০৪:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১ ২১০ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
এক আশা জাগানিয়া শব্দ অক্সিজেন। মানুষ শুধু নয়, যেকোন প্রাণীর জীবন ধারণে চাই অক্সিজেন। মানে জীবন। এই ‘অক্সিজেন এক্সপ্রেস’ বন্ধুত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে। অতিমারিতে অক্সিজেনের যোগান বাংলাদেশের জন্য বন্ধুর হাত বাড়ানোই বলা যায়।
এবারে সরাসরি অক্সিজেন এক্সপ্রেস যোগে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন নিয়ে ভারতের ট্রেনটি রবিবার বঙ্গবন্ধু সেতুন পশ্চিমতীরের রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়।
এর আগে শনিবার ঝাড়খন্ডের টাটানগর থেকে অক্সিজেন লোড করে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। এদিন রাত ১০টা নাগাদ বাংলাদেশের বেনাপোল সীমান্ত অতিক্রম করে বেনাপোল
রেলওয়ে স্টেশনে পৌঁছোয়। রবিবার রওনা দিয়ে গন্তব্য বঙ্গবন্ধু সেতু পশ্চিম তীরে পৌঁছায় অক্সিজেন এক্সপ্রেস।

সেখানেই তরল মেডিকেল অক্সিজেন বুঝে নেন আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ
লিমিটেডের প্রশাসনিক অধিকারীক সুফিয়া বেগম, নুর উর রহমানসহ প্রমুখ। ‘অক্সিজেন
এক্সপ্রেস’র ১০টি কনটেইনারে আসা তরল মেডিকেল অক্সিজেন স্টেশন থেকে সড়ক পথে ঢাকায়
নেওয়া হবে। ইতোমধ্যেই ঢাকাসহ বেশ কিছু স্থান থেকে অক্সিজেনবাহী ট্যাঙ্কার অক্সিজেন লোড করে যার যার গন্তব্যে রওনা দিয়েছে।
স্টেশন মাস্টার ইসমাইল হোসেন জানান, ভারতের ঝাড়খন্ড প্রদেশের জামশেদপুর টাটানগর
থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন শনিবার
রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে। বেনাপোল বন্দরে আমদানি সংক্রান্ত
আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১০টি কনটেইনারবাহী ট্রেনটি রওনা হয়। এরপর ঈশ্বরদী স্টেশন হয়ে
বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
লিনডে বাংলাদেশের প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া খাতুন সংবাদমাধ্যমকে জানান, করোনা
মোকাবেলায় আমদানিকৃত তরল মেডিকেল অক্সিজেন সড়ক পথে বঙ্গবন্ধু সেতু হয়ে ঢাকায়
নেওয়া হবে। সেখান থেকে দেশের হাসপাতালগুলোতে এই অক্সিজেন সরবরাহ করা হবে।
২৪ জুলাই টাটা দক্ষিণ পূর্ব রেলওয়ের অধীনে চক্রধরপুর বিভাগে বাংলাদেশে ২০০ মেট্রিক টন
তরল মেডিকেল অক্সিজেন পরিবহনের চাহিদা জানানো হয়েছিলো।
এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছে।
২০২১ সালের ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরুর পর এই প্রথম প্রতিবেশী কোন
দেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। এ পর্যন্ত ভারতের অভ্যন্তরে এ ধরনের ৪৮০টি অক্সিজেন
এক্সপ্রেস চালু করা হয়েছিল।