ঢাকা ০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় চলচ্চিত্রের ১১১ বছর

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতীয় চলচ্চিত্রের ১১১ বছর পূর্তি উদযাপন হলো ঢাকায়। ভারতীয় হাইকমিশন রোববার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯১৩ সালে প্রযোজক ও পরিচালক দাদাসাহেব ফালকের হাত ধরে যাত্রা শুরু করে বলিউড। সে বছর ৩ মে তার পরিচালিত প্রথম ভারতীয় ছবি রাজা হরিশচন্দ্র মুক্তি পায় করোনেশন সিনেমায়। এটি রাজা হরিশ্চন্দ্রের কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি ছিল নির্বাক। আর ১৯৩১ সালে আরদেশির ইরানির প্রযোজনায় নির্মিত হয় প্রথম সবাক হিন্দি ছবি আলম আরা।

যতদূও জানা যায়, ভারতে প্রতি বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা এবং টিকিট বিক্রির দিক থেকে পৃথিবীতে অন্যতম বৃহৎ। ২০০৩ সালেই ভারতে ৮৭৭টি পূর্ণদৈর্ঘ্য এবং ১১৭৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির ইতিহাস রয়েছে।

চলতি বছর মে মাসে ভারতে আয়োজিত ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের (ওয়েভ সামিট) সফট লঞ্চ উপলক্ষ্যে জার্নি অফ ইন্ডিয়ান সিনেমা’র ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। একইসঙ্গে অস্কার বিজয়ী ভারতীয় ডকুমেন্টারি ফিল্ম দ্য এলিফ্যান্ট হুইস্পারস’র প্রদর্শনী করা হয়।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ওয়েভ হল সহযোগিতা, উদ্ভাবন এবং শৈল্পিক উৎকর্ষের নতুন পথ তৈরি করতে একসঙ্গে কাজ করার একটি প্ল্যাটফর্ম। ওয়েভের লক্ষ্য হল টিভি ও রেডিও, নিউজ মিডিয়া, মিউজিক, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্ট, গেমিং, কমিকস, সোশ্যাল মিডিয়া, অনলাইন নির্মাতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রদর্শকসহ সারা বিশ্ব থেকে মিডিয়া এবং বিনোদন (এম অ্যান্ড ই) শিল্প নেতাদের একত্রিত করা।

অনুষ্ঠানে বাংলাদেশের মিডিয়া এবং বিনোদন শিল্পে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ভারতীয় ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণের ধারা, বৃহত্তর সহযোগিতার উপায় নিয়ে মতবিনিময়ে অংশ নেন। ওয়েভ সামিট আগামী ১ থেকে ৪ মে ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ভারতীয় দূতাবাস সংবাদ বার্তায় এ তথ্য জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতীয় চলচ্চিত্রের ১১১ বছর

আপডেট সময় : ০৭:৩৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

ভারতীয় চলচ্চিত্রের ১১১ বছর পূর্তি উদযাপন হলো ঢাকায়। ভারতীয় হাইকমিশন রোববার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯১৩ সালে প্রযোজক ও পরিচালক দাদাসাহেব ফালকের হাত ধরে যাত্রা শুরু করে বলিউড। সে বছর ৩ মে তার পরিচালিত প্রথম ভারতীয় ছবি রাজা হরিশচন্দ্র মুক্তি পায় করোনেশন সিনেমায়। এটি রাজা হরিশ্চন্দ্রের কিংবদন্তির ওপর ভিত্তি করে তৈরি ছিল নির্বাক। আর ১৯৩১ সালে আরদেশির ইরানির প্রযোজনায় নির্মিত হয় প্রথম সবাক হিন্দি ছবি আলম আরা।

যতদূও জানা যায়, ভারতে প্রতি বছর মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের সংখ্যা এবং টিকিট বিক্রির দিক থেকে পৃথিবীতে অন্যতম বৃহৎ। ২০০৩ সালেই ভারতে ৮৭৭টি পূর্ণদৈর্ঘ্য এবং ১১৭৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র মুক্তির ইতিহাস রয়েছে।

চলতি বছর মে মাসে ভারতে আয়োজিত ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের (ওয়েভ সামিট) সফট লঞ্চ উপলক্ষ্যে জার্নি অফ ইন্ডিয়ান সিনেমা’র ওপর একটি প্রদর্শনীর উদ্বোধন করা হয়। একইসঙ্গে অস্কার বিজয়ী ভারতীয় ডকুমেন্টারি ফিল্ম দ্য এলিফ্যান্ট হুইস্পারস’র প্রদর্শনী করা হয়।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ওয়েভ হল সহযোগিতা, উদ্ভাবন এবং শৈল্পিক উৎকর্ষের নতুন পথ তৈরি করতে একসঙ্গে কাজ করার একটি প্ল্যাটফর্ম। ওয়েভের লক্ষ্য হল টিভি ও রেডিও, নিউজ মিডিয়া, মিউজিক, বিজ্ঞাপন, অ্যানিমেশন, ভিজ্যুয়াল ইফেক্ট, গেমিং, কমিকস, সোশ্যাল মিডিয়া, অনলাইন নির্মাতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিল্ম, ওটিটি প্ল্যাটফর্ম এবং প্রদর্শকসহ সারা বিশ্ব থেকে মিডিয়া এবং বিনোদন (এম অ্যান্ড ই) শিল্প নেতাদের একত্রিত করা।

অনুষ্ঠানে বাংলাদেশের মিডিয়া এবং বিনোদন শিল্পে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা ভারতীয় ও বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণের ধারা, বৃহত্তর সহযোগিতার উপায় নিয়ে মতবিনিময়ে অংশ নেন। ওয়েভ সামিট আগামী ১ থেকে ৪ মে ভারতের মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। ভারতীয় দূতাবাস সংবাদ বার্তায় এ তথ্য জানায়।