ভারতকে সহায়তায় প্রস্তুত বাইডেন প্রশাসন : হ্যারিস

- আপডেট সময় : ০৮:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ১৯৯ বার পড়া হয়েছে
করোনা মহামারি রুখতে ভারতকে সবরকম সহায়তা করতে প্রস্তুত বাইডেন প্রশাসন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস শুক্রবার ওয়াশিংটনে সাংবাদিকদের একথা জানান। হ্যারিস বলেন, অনেকেই জানেন আমার বংশধররা ভারতীয়। আমার মা একজন ভারতীয়।
এখনও আমার পরিবারর অনেক সদস্যই ভারতে থাকেন। তিনি আরও বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত। প্রতিদিন বেড়েই চলেছে মৃত্যু। এই অবস্থায় ভারতকে সবরকম ভাবে সাহায্য করতে প্রস্তুত আমেরিকা।
হ্যারিস বলেন, এর আগেও গত এপ্রিল মাসে ভারতের করোনা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে কথা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
তারপরই আমেরিকার তরফে অক্সিজেন, ভেন্টিলেটরসহ গুরুত্বপূর্ণ মেডিকেল পণ্য দিয়ে ভারতকে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে ফের আশ্বাসের কথা জানিয়েছেন কমলা হ্যারিস।
প্রথম পর্যায়ে ভারতকে করোনা মোকাবিলায় ১০০ মিলিয়ন ইউএস ডলারের ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। যার মধ্যে অক্সিজেন সিলিন্ডার, এন৯৫ মাস্ক, গ্লাভস, ভেন্টিলেটর রিমদেসিভির ওষুধ সহ অন্যান্য প্রয়োজনীয় মেডিকেল সরঞ্জাম।