ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ৩০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বৈষম্যের শিকার মুক্তিযোদ্ধাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫ ২১৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বৈষম্যের শিকার মুক্তিযোদ্ধাদের সম্পত্তি ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। বুধবার ঢাকার সেগুন বাগিচায় গৃহায়ন ভবন চত্বরে মানববন্ধন করে এই দাবি জানিয়েছে, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি।

এ সময় মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম বলেন, আমাদের একটাই দাবি, যেখানে আমরা বৈষম্যের শিকার হয়েছি, সেই বৈষম্য দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। আর যদি আমাদের সম্পদ ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমাদের আন্দোলন চলবে।

নজরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আমরা গৃহায়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বলেছি, এখন ফ্ল্যাট বেচাকেনা বন্ধ করুন। সমিতির দায়িত্বে যারা আসবেন, তখন তারা ব্যবস্থা নেবেন।

কিন্তু দুঃখের বিষয় আমরা জানতে পেরেছি, চিঠি দেওয়ার পরও দুশো থেকে আড়াই শ’ ফ্ল্যাট বিক্রি হয়েছে! যা আমাদের অবাক করেছে। মুক্তিযোদ্ধাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে।

পতিত স্বৈরশাষক শেখ হাসিনার দোসরদের কবল থেকে জমি-ফ্ল্যাট উদ্ধারের দাবিতে বুধবার   গৃহায়ন কর্তৃপক্ষের কাছে স্মরকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। গৃহায়ন ভবন চত্বরে মানববন্ধন থেকে বলা হয়, ৫ আগস্টের পর রাকিন-বিজয় সিটির ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখতে গৃহায়ন কর্তৃপক্ষকে চিঠি দেবার পরও প্রায় দুই শতাধিক ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। যা কিনা সম্ভব হয়েছে গৃহায়ন কর্তৃপক্ষের সহায়তায় ।

এর আগে স্বৈরাচারের দোসর ও ভুয়া মুক্তিযোদ্ধার কবল থেকে মুক্তিযোদ্ধাদের ১৬ একর জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি নেতৃবৃন্দ।

স্মারকলিপি দিতে আসা বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আমরা চিঠি দিয়ে গৃহায়ন কর্তৃপক্ষকে ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু গৃহায়ন কর্তৃপক্ষ তা অসামান্য করেই প্রায় আড়াই শ’ ফ্ল্যাট বিক্রির সহযোগিতা করেছে।

নজরুল ইসলাম বলেন, পতিত স্বৈরশাসক হাসিনা ও তার মন্ত্রী, এমপি, আমলার সহযোগী ভুয়া মুক্তিযোদ্ধা কুখ্যাত মোর্শেদুল আলম ও তার সহযোগীদের নির্যাতনে দুইজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি। তিনি জানান, এদিন মুক্তিযোদ্ধাদের নাম ভাঙ্গিয়ে জালিয়াতি এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামী গ্রেপ্তারকৃত অমুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের জামিন বাতিল করেছেন আদালত।

মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বৈরশাসকের থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ অমুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম। গণহত্যা মামলায় কারাগারে থেকেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের হুমকি দিয়ে যাচ্ছেন মোর্শেদুল আলম ও তার সহযোগীরা। মানববন্ধনে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি বেলায়েত হোসেন, আবদুস সাত্তার, মোছাদ্দেক হোসেন খান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৈষম্যের শিকার মুক্তিযোদ্ধাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার দাবি

আপডেট সময় : ০৬:০৯:৫২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫

 

বৈষম্যের শিকার মুক্তিযোদ্ধাদের সম্পত্তি ফিরিয়ে দেবার দাবি জানিয়েছেন, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। বুধবার ঢাকার সেগুন বাগিচায় গৃহায়ন ভবন চত্বরে মানববন্ধন করে এই দাবি জানিয়েছে, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি।

এ সময় মুক্তিযোদ্ধা সন্তান নজরুল ইসলাম বলেন, আমাদের একটাই দাবি, যেখানে আমরা বৈষম্যের শিকার হয়েছি, সেই বৈষম্য দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। আর যদি আমাদের সম্পদ ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে আমাদের আন্দোলন চলবে।

নজরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আমরা গৃহায়ন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বলেছি, এখন ফ্ল্যাট বেচাকেনা বন্ধ করুন। সমিতির দায়িত্বে যারা আসবেন, তখন তারা ব্যবস্থা নেবেন।

কিন্তু দুঃখের বিষয় আমরা জানতে পেরেছি, চিঠি দেওয়ার পরও দুশো থেকে আড়াই শ’ ফ্ল্যাট বিক্রি হয়েছে! যা আমাদের অবাক করেছে। মুক্তিযোদ্ধাদের সম্পদ তাদের কাছে ফিরিয়ে দিতে হবে।

পতিত স্বৈরশাষক শেখ হাসিনার দোসরদের কবল থেকে জমি-ফ্ল্যাট উদ্ধারের দাবিতে বুধবার   গৃহায়ন কর্তৃপক্ষের কাছে স্মরকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। গৃহায়ন ভবন চত্বরে মানববন্ধন থেকে বলা হয়, ৫ আগস্টের পর রাকিন-বিজয় সিটির ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখতে গৃহায়ন কর্তৃপক্ষকে চিঠি দেবার পরও প্রায় দুই শতাধিক ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। যা কিনা সম্ভব হয়েছে গৃহায়ন কর্তৃপক্ষের সহায়তায় ।

এর আগে স্বৈরাচারের দোসর ও ভুয়া মুক্তিযোদ্ধার কবল থেকে মুক্তিযোদ্ধাদের ১৬ একর জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি নেতৃবৃন্দ।

স্মারকলিপি দিতে আসা বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আমরা চিঠি দিয়ে গৃহায়ন কর্তৃপক্ষকে ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু গৃহায়ন কর্তৃপক্ষ তা অসামান্য করেই প্রায় আড়াই শ’ ফ্ল্যাট বিক্রির সহযোগিতা করেছে।

নজরুল ইসলাম বলেন, পতিত স্বৈরশাসক হাসিনা ও তার মন্ত্রী, এমপি, আমলার সহযোগী ভুয়া মুক্তিযোদ্ধা কুখ্যাত মোর্শেদুল আলম ও তার সহযোগীদের নির্যাতনে দুইজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি। তিনি জানান, এদিন মুক্তিযোদ্ধাদের নাম ভাঙ্গিয়ে জালিয়াতি এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামী গ্রেপ্তারকৃত অমুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের জামিন বাতিল করেছেন আদালত।

মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বৈরশাসকের থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ অমুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম। গণহত্যা মামলায় কারাগারে থেকেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের হুমকি দিয়ে যাচ্ছেন মোর্শেদুল আলম ও তার সহযোগীরা। মানববন্ধনে বক্তৃতা করেন, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি বেলায়েত হোসেন, আবদুস সাত্তার, মোছাদ্দেক হোসেন খান প্রমুখ।