বিশ্ববিদ্যালয়ের নাম পাল্টানোর দাবিতে রেললাইন অবরোধ

- আপডেট সময় : ০৩:১১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের নাম করে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয় নামকরনের দাবিতে কালিয়াকৈর হাইটেক রেলস্টেশন রেলপথ অবরোধ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। একারণে ঢাকার সঙ্গে দীর্ঘ ৪ ঘণ্টার বেশি সময় উত্তরবঙ্গের সব রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ৭টি যাত্রীবাহী আন্তনগর ট্রেন মাঝপথে বন্ধের কারণে ভোগান্তিতে পড়েছেন কয়েক হাজার ট্রেনযাত্রী।
সোমবার দুপুরে সোয়া ১টায় পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, সকাল ৯টা থেকে তারা রেলপথ অবরোধ করে রেখেছে।
পাকশী বিভাগীয় ট্রেন কন্ট্রোল অফিস সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ৭৫৪ নাম্বার আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসটি টাঙ্গাইল থামিয়ে রাখা হয়েছে।
ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ৮০৯ নাম্বার বুড়িমাড়ী এক্সপ্রেস মৌচাক রেলওয়ে স্টেশনে আটকে আছে। রাজশাহী থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ৭৯২ নাম্বার বনলতা এক্সপ্রেস মহেরা স্টেশনে রয়েছে। ঢাকা থেকে আসা দিনাজপুরগামী ৭০৫ একতা এক্সপ্রেস জয়দেবপুর রেলস্টেশনে রয়েছে। পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ৭৫৭ নাম্বার দ্রুতযান এক্সপ্রেস চাটমোহর রেলস্টেশনে ও খুলনা থেকে ছেড়ে আসা ৭৬৩ নাম্বার চিত্রা এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী জংশন স্টেশনে থামিয়ে রাখা হয়েছে।