সংবাদ শিরোনাম ::
বিরাজলক্ষ্মী ঘোষ মজুমদার-এর কবিতা বন লক্ষী

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:৩৬:২০ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে

কবিতা
সে নিঃশব্দে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যায়,
তার দু হাত গল্প জড়ো করতে থাকে
শরতের ঝরা পাতা বেছে বেছে ,
গাছগুলো বছরের পর বছর ধরে ফিসফিস করে
তার কানে কানে ।
সন্ধ্যার মতো পেলব,তার চোখ বলে
পৃথিবী যেমন আছে তেমন টা দেখো না,
কিন্তু যেমন হতে পারে-
সেই পূর্ণতার আলোকে দেখো
সে বাতাসের মত কথা বলে,
মৃদু, ধীরে..
এবং তার কথাগুলি আলতো ভাবে ছুঁয়ে যায়
তোমার হৃদয়ে বাসা বাঁধে,
সময়ের সাথে উন্মোচন করে
নদীর রহস্য,
কিভাবে নিপুণ মোচড়
নতুন পথ খোদাই করে
নিজেকে না হারিয়ে।