বিদেশগামী ৮ যাত্রীর কোভিড-১৯ পজিটিভ
- আপডেট সময় : ০৬:২৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০ ৫০৬ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক : বিদেশগামী ৩৫১ জন যাত্রীর নমুনা পরীক্ষায় ৮ জন কোভিড-১৯ ভাইরাস পজেটিভ রিপোর্ট এসেছে। নমুনা পরীক্ষার প্রথম দু’দিনে এমন ৮জন পজেটিভ তা শনাক্ত হবার তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। বিদেশগামী যাত্রীদের ৭২ ঘন্টা আগে কোভিড-১৯ পরীক্ষা বাধ্যতামূলক করেছে সরকার। বৃহস্পতিবার চট্টগ্রাম নিভিল সার্জন জানিয়েছেন, বিদেশগামী যাত্রীদের করোনা কোভিড-১৯ পরীক্ষা করাতে ২০ জুলাই থেকে সিভিল সার্জন কার্যালয়ে রেজিস্ট্রেশন শুরু হয়। প্রথমদিন ৬৩ জন ও দ্বিতীয় দিনে ২৮৮ জনের পরীক্ষা করা হয়। এতে ৮ জদের দেহে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে।
বিদেশগামী যাত্রীদের সিভিল সার্জন কার্যালয়ে ৩৫০০ হাজার টাকা প্রদান করে রেজিস্ট্রেশন করতে হয়। পরে সেখানেই ইপিআই ভবনের নিচতলায় দুটি বুথে নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর তা ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে পাঠানো হয়। এর আগে ১৮ জুলাই বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষার সনদ বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।