বাহরাইন ভ্রমণে বাংলাদেশিদের বাধা দূর
- আপডেট সময় : ০৪:৪২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১ ২৭৫ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
করোনা পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর চিত্র পাল্টে যাচ্ছে। যুক্তরাজ্যের এবারে বাংলাদেশিদের জন্য সুখবর আসলো বাহরাইন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এক বার্তায় জানিয়েছেন, বাহরাইনে বাংলাদেশি ভ্রমনে যে নিষেধাজ্ঞা ছিলো তা শিথিল
করা হয়েছে। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিয়েছে বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যা রবিবার থেকে কার্যকর হবে।
বাংলাদেশসহ ১১টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। শুক্রবার বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এক টুইটে এ তথ্য জানান। ভ্রমণ
নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দেশটির সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। লাল তালিকা থেকে বাদ পড়া অন্য দেশগুলো হচ্ছে, দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, উগান্ডা, মোজাম্বিক, জিম্বাবুয়ে, মালাউই,
ইন্দোনেশিয়া, মিয়ানমার, জর্জিয়া ও ইকুয়েডর। তবে তালিকায় নতুন করে যোগ হয়েছে রোমানিয়া।























