বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ মৃত ৭

- আপডেট সময় : ০৩:০৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক বাস ও মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে। তার মওধ্য ৫ জনের নাম জানতে পেরেছে পুলিশ।
তারা হচ্ছে, দিলীপ বিশ্বাস (৪৩), সাধনা বিশ্বাস (৩৭), আরাধ্য বিশ্বাস (৭), আশীষ মণ্ডল (৫০) ও দুর্জয় মণ্ডল (১৮)। দিলীপ বিশ্বাস ও সাধনা বিশ্বাস স্বামী স্ত্রী এবং আরাধ্য এই দম্পতির মেয়ে। আর আশীষ মণ্ডল নিহত সাধনা বিশ্বাসের ভাই।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুনতি জাঙ্গালিয়া নামকস্থানে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে। তারা সবাই একই পরিবারের।
বুধবার সকাল সোয়া সাতটা নাগাদ দুর্ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মো. আব্দুল মতিন সংবাদমাধ্যমকে জানান, নিহতরা সবাই একই পরিবারের।
বুধবার দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভরঞ্জন চাকমা জানান, চট্টগ্রামগামী একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে কয়েকজন ঝিনাইদহ ও কুষ্টিয়ার বাসিন্দা বলে জানা গেছে। এখন পর্যন্ত অন্যদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ঈদের দিন সকালে জাঙ্গালিয়া এলাকায় এক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়। পর দিন মঙ্গলবার কাছাকাছি এলাকায় দুটি মাইক্রোবাস উল্টে গিয়ে পাশের খাদে পড়ে, তাতে ১২ জন আহত হয়।
দুর্ঘটনার পর আহত চার জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে পাঠানোর পর সেখানে ১০-১২ বছরের একটি শিশু ও ৩০-৩৫ বছরের এক পুরুষের মৃত্যু হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুস্মিতা সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
আহত আরেকটি শিশু ও এক তরুণীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি ।
বেলা পৌনে ১২টার দিকে লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্স একজন পুরুষ মারা গেছেন।