বাল্যবিয়ে থেকে কিশোরীকে রক্ষা, বিয়ের খাবার গেল এতিমদের খানায়
- আপডেট সময় : ১০:০৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩ ১২১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজীপুরের ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক ছাত্রী। শুক্রবার দুপুরে বিয়ে বাড়িতে অভিযান চালান তিনি : ছবি সংগ্রহ
ভয়েস ডিজিটাল ডেস্ক
মহাধুমধামে চলছি এক কিশোরীর বিয়ের আযোজন। বড় আকারের ডেস্কিতে রান্নাও সম্পন্ন। বরযাত্রী আসলেই বিয়ে এবং খাওয়া-দাওয়ার প্রস্তুতি চলছি। এমন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে দশম শ্রেণির শিক্ষার্থীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন।
ঘটনাটি বাংলাদেশের সিরাজগঞ্জের কাজীপুরে। শুক্রবার বিয়ে বন্ধ করে সেই খাবার স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রের খবর, দশম শ্রেণির ছাত্রীর (১৬) সঙ্গে বগুড়া জেলার ধুনট উপজেলার চর সারিয়াকান্দি গ্রামের মিনু ইসলামের বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সেই বাড়িতে অভিযান চালান কাজীপুরের ইউএনও সুখময় সরকার। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে কনের মা ও বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যান।
তখনো বরপক্ষ উপস্থিত না হওয়ায় উপস্থিত কনের অভিভাবককে বাল্যবিবাহ বন্ধের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত। কনের মা-বাবা বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েটিকে বিবাহ দেওয়া হবে না মর্মে আত্মীয়ের মুচলেকা নেওয়া হয়। হয়েছে।