বান্ধবীর সোনা চুরি করে বিক্রির স্বামীকে আইফোন গিফট!

- আপডেট সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫ ৬১ বার পড়া হয়েছে

বান্ধবীর বাসা থেকে চুরি করা সোনা বিক্রি করে স্বামীকে আইফোন আর বয়ফ্রেন্ডকে সোনার চেইন উপহার!
এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতার স্বামী-স্ত্রীসহ তিনজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।
চাঞ্চল্যকর ঘটনার বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ভৈরব এলাকায়। এখানে বান্ধবীর বাসা থেকে স্বর্ণালংকার চুরি করে ১৮ বছর বয়সী সুমাইয়া বেগম। সেই চোরাই সোনা বিক্রি করে স্বামীকে কিনে দেন আইফোন। নিজের জন্য কেনেন স্মার্টফোন। আর বয়ফ্রেন্ডকে কিনে দেন সোনার চেইন।
সুমাইয়ার স্বামী রুহান মিয়া (২০) এবং সুমাইয়ার বয়ফ্রেন্ড আক্তার হোসেন (১৯)। স্থানীয় পুলিশ জানায়, সম্প্রতি শহরের জগন্নাথপুর আওয়ালকান্দা এলাকার বাসিন্দা সুমাইয়া বেগম কমলপুর নিউটাউন এলাকায় তার বান্ধবী নিধীর বাড়িতে বেড়াতে যান। নিধী মামার বাসায় থাকতেন।
এসময় বান্ধবী নিধীর মামি ও তার সন্তান বাসায় না থাকায় খালি বাসা থেকে আলমারি থেকে ৬ ভরি ১১ আনা স্বর্ণালংকার চুরি করেন সুমাইয়া। পরে ওই স্বর্ণালংকার বিক্রি করে স্বামীকে কিনে দেন একটি আইফোন। নিজের জন্য কেনেন একটি স্মার্টফোন। আর বয়ফ্রেন্ডকে উপহার দেন ১৪ আনা ওজনের একটি সোনার চেইন।
ঘটনার পর পুলিশ সেখানকার সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে চুরির ঘটনার সঙ্গে জড়িত সুমাইয়াকে গ্রেফতার করে। সুমাইয়াকে জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যমতে সুমাইয়ার স্বামী রুহান ও তার বয়ফ্রেন্ড আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।