অন্তর্বর্তী সরকারের ৭ মাসে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে: প্রেস সচিব

- আপডেট সময় : ০৮:২৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো। অন্তর্বর্তী সরকারের ৭ মাসে ভারতের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা রয়েছে। সে বিষয়ে বিদেশ মন্ত্রক বলতে পারবে। কিন্তু আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক চাই, অবশ্যই সেটা ন্যায্যতা, সমতা এবং মর্যাদাপূর্ণ সম্পর্ক হতে হবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের ব্রিফিংকালে শফিকুল আলম বলেন, ড. ইউনূসের বেইজিং সফরকে ঐতিহাসিক উল্লেখ করে শফিকুল আলম বলেন, চীন আমাদের এখান থেকে তিনটি কৃষিপণ্য খুব বড় আকারে আমদানি করতে চায়। এগুলো হচ্ছে, আম, কাঁঠাল ও পেয়ারা। আমরা আশ করছি চীনে রফতানির একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে। বাংলাদেশের আম চীনের নাগরিকরা পছন্দ করছেন। এই সফরের মাধ্যমে চীনের বাজার আরও উন্মুক্ত হবে।
কাঁঠালও পছন্দ করেন চীনারা, আমরা আশা করি খুব বড় আকারে রফতানি করতে পারবো। আমের মান নিশ্চিত করতে এফএও আমাদের চার মিলিয়ন ডলার দিচ্ছে। রফতানির জন্য কিছু স্ট্যান্ডার্ড বজায় রাখতে তারা আমাদের কারিগরি সহায়তা দিচ্ছে। ফলে বাংলাদেশের আম বৃহৎ আকারে চীনে যাবে। শফিকুল জানান, ড. ইউনূস চাচ্ছেন, চীনের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। তাহলে আমাদের দোরগোড়ায় উন্নতমানের স্বাস্থ্যসেবা মিলবে। চীনের স্বাস্থ্যসেবা খুবই নামকরা।
এরকম হলে আমরা ঢাকাসহ বড় বড় শহরে তাদের সেবা পাবো। এ বিষয়ে প্রচেষ্টা চালানো হচ্ছে। স্বাস্থ্যসেবা ইস্যুতে চীনের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হোক। এটা প্রধান উপদেষ্টা আগেও আলোচনা করেছেন। এবারের সফরে সেটা সবচেয়ে বেশি অগ্রাধিকারে থাকবে।
সংবাদ সম্মেলনে ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানান, আগামী শনিবার (২২ মার্চ) প্রধান উপদেষ্টার কাছে গণমাধ্যম সংস্কার কমিশন তাদের রিপোর্ট জমা দেবে। নারী বিষয়ক সংস্কার কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসেই, অথবা প্রধান উপদেষ্টার চীন সফর শেষে জমা হবে।
ক্রীড়া প্রতিষ্ঠানে বিভিন্ন অ্যাডহক কমিটি ছিল। সেগুলো পরিবর্তন করার জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু এই সার্চ কমিটির জন্য নির্দিষ্ট কোনও সময়সীমা ছিল না। আজকে চিঠির মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ২০ এপ্রিল পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে।