বাঘের মুখ থেকে সন্তানকে কেড়ে আনলেন মা!
- আপডেট সময় : ০৯:১৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১ ৩৫০ বার পড়া হয়েছে
‘বাঘের মুখ সঙ্গে লড়াই করে সন্তানকে বাচালেন এক মা, দুঃসাহসিক কাজের জন্য প্রশংসা করেছেন অনেকে’
ভারতের মধ্যপ্রদেশের সিধি জেলায় সঞ্জয় গান্ধী জাতীয় উদ্যান। তার পাশেই আদিবাসী গ্রাম বাদি
ঝিরিয়া। এ গাঁয়ের বাসিন্দা তিনসন্তানের জননী কিরণ। ২৮ নভেম্বর সন্ধ্যা। কিরণ তার বাড়ির
বাইরে রান্না করছিলেন। সন্তানরা পাশেই খেলছিল। কোন ফাঁকে যে একটি চিতাবাঘ এসে তার
সন্তানদের দিকে নজর দিয়েছে, তা টেরও পাননি কিরণ। চিতাবাঘটি নিশানা করেছিল তার আট
বছরের ছেলে রাহুলকে। আচমকা ঝোপের আড়াল থেকে চিতাটি বেরিয়ে এসে রাহুলকে মুখে
কামড়ে ধরে জঙ্গলে পালিয়ে যায়। তা দেখে বাঘের পেছনে ছুটতে থাকেন মা। প্রায় এক
https://twitter.com/prevaildatruth/status/1465951939967942658?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1465951939967942658%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.banglanews24.com%2Finternational%2Fnews%2Fbd%2F896833.details
কিলোমিটার ধাওয়া করে চিতার সঙ্গে রীতিমতো লড়াই করে ছেলেকে ছিনিয়ে আনেন কিরণ।
সংবাদমাধ্যমকে কিরণ বলেন, জঙ্গলে বাঘটিকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করেন। বাঘের
কাছে গিয়ে ছেলেকে ছিনিয়ে আনার চেষ্টা করতেই কিরণের ওপর হামলা চালায় বাঘটি। কিন্তু
পাল্টা লাঠি দিয়ে আঘাত করতেই কিরণ এবং তার ছেলেকে ছেড়ে দিয়ে অন্ধকারে চলে যায়
চিতাবাঘটি।

























