বাংলার জমিনে ঠাঁই নেই ধর্ষকদের: স্বরাষ্ট্র উপদেষ্টা

- আপডেট সময় : ০৭:৪০:৪৬ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ৮৫ বার পড়া হয়েছে
বাংলাদেশের মাটিতে ধর্ষকদের ঠাঁই নেই বলে জানালেন, স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। রোববার আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে ব্রিফিংয়ে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
মাগুরার ঘটনায় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার। একইভাবে যদি দেশের কোথাও নারীর প্রতি কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে, তাদের আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণসহ সব ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশদেওয়া হয়েছে।

এ যাবৎ নারীর প্রতি যত সহিংস ঘটনা ঘটেছে, সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর সঙ্গে জড়িত অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে এবং কঠোর শাস্তির আওতায় আনা হবে।
নারীরা নির্ভয়ে, নির্বিঘ্নে ঘরে-বাইরে দায়িত্ব পালন করবে। এতে যারা তাদের বাধা দিতে আসবে, সহিংসতা করতে আসবে তাদের আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সামাজিক আন্দোলন ও সচেতনতা গড়ে তুলতে হবে।
অপর দিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, এমন পরিস্থিতিতে ১৫ দিনে ধর্ষণের তদন্ত এবং ৯০ দিনে ধর্ষণের বিচার করার কথা জানালেন আইন উপদেষ্টাড. আসিফ নজরুল। রবিবার নিজ মন্ত্রকের সভাকক্ষে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা দেন দেন উপদেষ্টা। উপদেষ্টা বলেন, কিভাবে ধর্ষণ মামলার বিচার দ্রুত করা যায়, তা কাজ করছেন। ১৫ দিনের মধ্যে তদন্ত করে ৯০ দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে হবে।
এর আগে শনিবার মধ্যরাতে ঢাকার অদূরে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙ্গে ক্যাম্পসে বিক্ষোভের পাশাপাশি সমাবেশ করেছে। গত কয়েকদিন যাবতই বাংলাদেশের বিভিন্ন স্থানে ধর্ষণকান্ডের কঠোর বিচার দাবি করে সভা-সমাবেশ করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় শিক্ষক সমাজ প্রতিবাদ সমাবেশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দেশের অর্থনীতিতে নারীর ভূমিকা বাড়লেও গৃহ থেকে জনপরিসরে নারী নির্যাতন কমেনি।