বাংলার কৃষিকে বিকশিত করতে এআইয়ের ব্যবহার নিয়ে সেমিনার
- আপডেট সময় : ০৮:৪২:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের চেয়ারম্যান ড. মো. আব্দুল করিম ছবি: সংগৃহীত
বাংলার কৃষিকে বিকশিত করতে আয়োজিত হয়েছে ‘বাংলাদেশে উন্নত কৃষিকাজের জন্য এআই এবং আইওটি ব্যবহার’ সেমিনার। বুধবার (৫ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেড এবং ইংল্যান্ডের ম্যানচেস্টার ভিত্তিক স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।
প্রযুক্তিগতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও কীভাবে কাজে লাগিয়ে সামনের দিনগুলোতে কৃষিকাজকে এগিয়ে নেয়া যায় এবং দেশের আপামর কৃষক সমাজকে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া যায় সে সম্পর্কে আলোচনা হয়েছে এই সেমিনারে।
সেমিনারে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ও ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের চেয়ারম্যান ড. মো. আব্দুল করিম। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশের নির্মাণে খাদ্য নিরাপত্তা বড় চ্যালেঞ্জ। আমাদের ভূমির স্বল্পতা আছে, ফলে বিদ্যমান ভূমিতে অধিক উৎপাদন নিশ্চিত করাই কঠিন চ্যালেঞ্জ।
বাংলাদেশের কৃষিতে এআই, আইওটি এবং ডেটা সায়েন্সের প্রয়োগ সময়ের দাবি। কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধির যে চ্যালেঞ্জ তা মোকাবেলা আজকের আয়োজন যুগান্তকারী পদক্ষেপ।
ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, আজকের আয়োজন দেশের কৃষিতে আধুনিক প্রযুক্তি, এআই, আইওটি এবং রিমোট সেনসিং উৎপাদনশীলতা বৃদ্ধিতে অসামান্য অবদান রাখবে। কৃষি ক্ষেত্রে গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং যৌথ গবেষণার দিগন্ত উন্মোচনের লক্ষ্যে কাজ করছে ইএটিএল বাংলাদেশ।
স্যালফোরড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগের পরিচালক ন্যান্সি ডোনা কুক বলেন, খাদ্য নিরাপত্তা আজ বিশ্ববাসীর জন্য এক কঠিন চ্যালেঞ্জ এবং সে কারণে এটি সম্মিলিতভাবেই মোকাবেলা করতে হবে। বৈশ্বিক উষ্ণায়ন ও প্রাকৃতিক বিরূপতার মাঝেও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আধুনিক প্রযুক্তি, এআই, আইওটি এবং ডেটা সায়েন্সের প্রয়োগ আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সেই সঙ্গে কৃষি ক্ষেত্রে সম্মিলিত নিবিড় গবেষণা এবং গবেষণালব্ধ ফলাফল ব্যবহার করা জরুরি।
বক্তব্য শেষে এআই ও আইওটি এবং আরএস প্রেজেন্টেশন উপস্থাপন করেন স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ ফ্যাকাল্টির অধ্যাপক প্রফেসর মঁ সারে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি এক্সটেনশন (ডিএই) মহাপরিচালক মি. বাদল চন্দ্র বিশ্বাস, স্যালফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য এবং স্বাস্থ্য ও সমাজ ফ্যাকাল্টির ডিন প্রফেসর মারগারেট রো প্রমুখ।