বাংলাদেশ থেকে নেপাল গেলো ৫ হাজার মেট্রিক টন আলু, আরও যাবে

- আপডেট সময় : ০৯:২৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
নেপালে ৫০০ মেট্রিক টন আলু রপ্তানি করেছে বাংলাদেশ।
নেপালে আলু রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। কয়েক দফায় ৩ হাজার ১৫০ মেট্রিক টন এস্টারিক্স আলু রপ্তানি হয়েছে।
বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রপ্তানি করা হয়। এ নিয়ে বন্দরটি দিয়ে কয়েক দফায় মোট ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু নেপালে গেল।
মঙ্গলবার বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন এসব তথ্য জানিয়ে বলেছেন, কয়েক দফায় নেপালে ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
ঈদের বন্ধের পর ৩১৫ মেট্রিক টন আলু রপ্তানি হয় নেপালে। ৬-৮ এপ্রিল পর্যন্ত মোট ৫০০ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে।
থিংকস টু সাপ্লাই, হুসেন এন্টার প্রাইজ, স্বাধীন এন্টার প্রাইজ ও ক্রসেস অ্যাগ্রো নামে চারটি রপ্তানিকারক প্রতিষ্ঠান এই আলু রপ্তানি করছে।
কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, রপ্তানিকারক চারটি প্রতিষ্ঠান রংপুর, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়।
চলতি বছরের জানুয়ারি থেকে ৮ এপ্রিল পর্যন্ত মোট ৩ হাজার ১৫০ মেট্রিক টন আলু রপ্তানি হয় নেপালে। রপ্তানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে ঢুকলে নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর নেপালে পাঠানোর ছাড়পত্র পায়।