ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বাংলাদেশে শতকোটি ডলার বিনিয়োগ করবে ৩০ চীন প্রতিষ্ঠান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর চারদিনের প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান ড. ইউনূস। বুধবার থেকে শনিবার পর্যন্ত চীন সফরকালে শুক্রবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন।

তার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১টি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীন সরকার এবং চীনা ব্যবসায়ীদের কাছ থেকে যে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, তার ১০০ কোটি ডলারের বেশি হবে বিনিয়োগ।

আনোয়ারায় অর্নৈতিক অঞ্চল পরিদর্নে চীনা প্রতিনিধি: ফাইল ছবি

ড. ইউনূসের চীন সফরে স্বাস্থ্য সেবায় ১২ শতাংশ এসেছে অনুদান, যা প্রায় ২৫০ মিলিয়ন ডলারের মতো। এর মধ্যে ১৫০ মিলিয়ন ডলার কারিগরি সহায়তার এবং ১০০ মিলিয়ন হাসপাতাল তৈরির জন্য। সর্বশেষে আগস্ট থেকে মার্চ পর্যন্ত ৩৪টি চীনা কোম্পানি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়োগের আগ্রহ যার আর্থিক প্রতিশ্রুতি প্রায় ১৬০ মিলিয়ন ডলার।

বাংলাদেশি আরও বেশি হারে চীনে সফরে যেতে হবে। চীন এমন একটি মহাদেশ, যেখান থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ আসবে বাংলাদেশে। চিকিৎসকদের প্রশিক্ষণ থেকে শুরু করে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা এবং বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য ভারত-থাইল্যান্ডের পরিবর্তে চীন থেকে সাপোর্ট নেওয়া।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এতথ্য জানান। ২ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে ১ বিলিয়নের বেশি বিনিয়োগের যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তার মধ্যে ৩০টি চীনা কোম্পানি রয়েছে। তারা মূলত চট্টগ্রামের আনোয়ারাতে চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগের আসছে।

প্রায় ৮০০ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে। এ প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও ২০২২ সালের পর তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে, গত আগস্টের পর কাজের দ্রুত আগ্রগতি হয়েছে বলে তথ্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে শতকোটি ডলার বিনিয়োগ করবে ৩০ চীন প্রতিষ্ঠান

আপডেট সময় : ০৫:৪৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর চারদিনের প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যান ড. ইউনূস। বুধবার থেকে শনিবার পর্যন্ত চীন সফরকালে শুক্রবার তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। এরপর বেইজিংয়ে চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে বিনিয়োগ সংলাপে অংশ নেন।

তার এই সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১টি চুক্তি ও ৮টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চীন সরকার ও ব্যবসায়ীদের কাছ থেকে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। চীন সরকার এবং চীনা ব্যবসায়ীদের কাছ থেকে যে ২১০ কোটি মার্কিন ডলারের ঋণ, অনুদান ও বিনিয়োগের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ, তার ১০০ কোটি ডলারের বেশি হবে বিনিয়োগ।

আনোয়ারায় অর্নৈতিক অঞ্চল পরিদর্নে চীনা প্রতিনিধি: ফাইল ছবি

ড. ইউনূসের চীন সফরে স্বাস্থ্য সেবায় ১২ শতাংশ এসেছে অনুদান, যা প্রায় ২৫০ মিলিয়ন ডলারের মতো। এর মধ্যে ১৫০ মিলিয়ন ডলার কারিগরি সহায়তার এবং ১০০ মিলিয়ন হাসপাতাল তৈরির জন্য। সর্বশেষে আগস্ট থেকে মার্চ পর্যন্ত ৩৪টি চীনা কোম্পানি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় বিনিয়োগের আগ্রহ যার আর্থিক প্রতিশ্রুতি প্রায় ১৬০ মিলিয়ন ডলার।

বাংলাদেশি আরও বেশি হারে চীনে সফরে যেতে হবে। চীন এমন একটি মহাদেশ, যেখান থেকে সবচেয়ে বেশি বিনিয়োগ আসবে বাংলাদেশে। চিকিৎসকদের প্রশিক্ষণ থেকে শুরু করে অত্যাধুনিক হাসপাতাল তৈরি করা এবং বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য ভারত-থাইল্যান্ডের পরিবর্তে চীন থেকে সাপোর্ট নেওয়া।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এতথ্য জানান। ২ দশমিক ১ বিলিয়ন ডলার থেকে ১ বিলিয়নের বেশি বিনিয়োগের যে প্রতিশ্রুতি পাওয়া গেছে, তার মধ্যে ৩০টি চীনা কোম্পানি রয়েছে। তারা মূলত চট্টগ্রামের আনোয়ারাতে চীনা শিল্প ও অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগের আসছে।

প্রায় ৮০০ একর জমির ওপর অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ চলছে। এ প্রকল্পের কাজ অনেক আগে শুরু হলেও ২০২২ সালের পর তেমন কোনো অগ্রগতি হয়নি। তবে, গত আগস্টের পর কাজের দ্রুত আগ্রগতি হয়েছে বলে তথ্য দেন বিডার নির্বাহী চেয়ারম্যান।