বাংলাদেশে নিশিথ প্রামাণিকের পৈতৃক ভিটায় আনন্দ-উল্লাস

- আপডেট সময় : ০৮:৩৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১ ২৭০ বার পড়া হয়েছে
ছবি সংগ্রহ
সম্প্রতি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সভার নতুন মুখ নিশিথ প্রামাণিক দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর। এখবরে নিশিথ বাবুর পৈতৃক নিবাস বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ভেলাকোপা গ্রামে চলছে আনন্দ-উল্লাস আর মিষ্টিবিতরণ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় নিশীথ প্রামাণিকসহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন
সুধিমহলসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। নিশীথ প্রামাণিকের বাবা বিধু ভূষণের বহু আগেই কোচ বিহারে চলে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে চাচা-জ্যাঠাসহ পরিবারের স্বজনরা রয়েছেন গাইবান্ধায়।

জ্যাঠাতো ভাই সঞ্জিত কুমার প্রামাণিক বলেন, ভারতে লেখাপড়া শেষ করে শিক্ষকতার চাকরি নেয় নিশীথ। কিন্তু কিছুদিন পরেই তা ছেড়ে যুক্ত হন রাজনীতিতে। জনপ্রিয়তার কারণে প্রথমে ভারতীয় তৃণমূল কংগ্রেসের কুচবিহার জেলার যুব সেক্রেটারি ছিলো।
সর্বশেষ ২০১৮ সালে ঢাকা সফর করেন নিশীথ প্রামাণিক। তখন গ্রামের বাড়ি ভেলাকোপায় তিনি বেড়াতে গিয়েছিলেন। এরপর চলতি বছরের শুরুর দিকে নড়াইলের একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসেন নিশীথ।
এরপর ঢাকায় ফিরে গাইবান্ধার সাংসদ ও বর্তমান ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সঙ্গে তার গুলশানের বাসভবনে সক্ষাত করেন নিশথ বাবু।