বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘের উদ্বেগ

- আপডেট সময় : ০৮:৫০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকা সফরে থাকা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও জাতিসংঘ মহাসচিব এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান।
এসময় বলা হয়, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রচার শুরু হয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চারদিনের সফরে বৃহতিবার বিকালে ঢাকায় পৌছেন গুতেরেস। শুক্রবার যান কক্সবাজার রোহিঙ্গা শিবির পরিদর্শনে। সেখানে নজিরগড়ে একলাখ রোহিঙ্গআর সঙ্গে ইফতার করেন গুতেরেস।

আন্তোনিও গুতেরেস ও পররাষ্ট্র উপদেষ্টার যৌথ প্রেস ব্রিফিং ছবি সংগ্রহ
শনিবার যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। তার সফর ভুল তথ্য, বিভ্রান্তিকর প্রচারণা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিরুদ্ধে লড়াই করার চেয়েও বেশি কিছু করবে। তার সমর্থনের আশ্বাস বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি আমাদের সফল সংস্কার প্রক্রিয়া ও গণতন্ত্রে উত্তরণে সহায়তা করবেন।
তৌহিদ বলেন, মহাসচিব একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং দেশের প্রকৃত রূপান্তরের জন্য সংস্কার প্রক্রিয়ার প্রশংসা করেছেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে সংস্কার প্রক্রিয়ার প্রতি জাতিসংঘের পূর্ণ প্রতিশ্রুতি দিয়েছেন। অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য যা কিছু প্রয়োজন, তা করবেন এবং বাংলাদেশের জনগণের পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন।