বাংলাদেশকে ৫ মিলিয়ন ডলার সহায়তা অস্ট্রেলিয়ার

- আপডেট সময় : ১২:২৩:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১ ২৩৭ বার পড়া হয়েছে
বাংলাদেশকে পাঁচ মিলিয়ন ডলার সহায়তার দেওয়ার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সহায়তার এই অর্থ করোনাভাইরাস মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জামাদি অক্সিজেন, অক্সিজেন সংক্রান্ত সরঞ্জাম ক্রয় ও বিতরণ কাজে ব্যবহৃত হবে। রেড ক্রিসেন্টের মাধ্যমে এই অর্থ বাংলাদেশে ব্যয় করা হবে।
শনিবার ঢাকার অস্ট্রেলিয়ান হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বার্তায় এতথ্য জানানো হয়। অষ্ট্রেলিয়া হাইকমিশন জানায়, অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী মেরিস পেইন ঘোষণা দিয়েছেন, বাংলাদেশে করোনা মোকাবিলায় অস্ট্রেলিয়া রেড ক্রিসেন্টকে অতিরিক্ত ৫ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার দেবে।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্যা রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির (আইএফআরসি) মাধ্যমে এই তহবিল সরবরাহ করবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হাই কমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, অগ্রিম প্রতিশ্রুতি অনুযায়ী কোভ্যাক্সকে ৮০ মিলিয়ন দিচ্ছে অস্ট্রেলিয়া। তাতে উপকৃত হবে বাংলাদেশ । কভিড মোকাবিলার লড়াইয়ে বাংলাদেশকে সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ অস্ট্রেলিয়া। আমাদের অংশীদাররা বাংলাদেশের সঙ্গে অবস্থান করছে।