সংবাদ শিরোনাম ::
বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা ৩ হাজার ৮৪৫
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) তদন্ত কমিটি জানিয়েছে, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ৩ হাজার ৮৪৫ জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। মঙ্গলবার ডিএসসিসির মুখপাত্র আবু নাছের সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।
এদিন বিকেল ৫টায় তদন্ত কমিটির সভাপতি ও অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
উল্লেখ্য, গত ৪ এপ্রিল ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গবাজার। পরে এ ঘটনা তদন্তে ডিএসসিসি ৮ সদস্যের কমিটি গঠন করে। এরপর ওই কমিটি প্রতিবেদন তৈরি করে।