বইমেলায় সন্ত্রাসী হামলায় নারী ব্যবসায়ী গুরুতর আহত

- আপডেট সময় : ০৮:৪০:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
বইমেলায় প্রথম বারের মতো সন্ত্রাসী হামলার ঘটনায় তিনজন গুরুতর আহত হয়েছে। এসময় নগরদ টাকা ও স্বণালঙ্কার লুটের করে নেবার অভিযোগ রয়েছে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এঘটনায় বাংলা একাডেমি মহাপরিচালকের বরাবর অভিযোগপত্র দেওয়া হয়েছে।
আহত স্বর্ণা রহমান গণমুক্তিকে জানান, একুশ ফেব্রুয়ারি রাত ১০টা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অতর্কিতে হামলা চালায় ৭/৮ জনের সন্ত্রাসী দল। তারা চাপাতি, লোহার রড দিয়ে হামলা চালায়। তাকে গুরুতর আহত করে ব্যাগে থাকা নগদ এক লাখ ৫৫ হাজার টাকা, গলার চেইনসহ প্রায় তিন ভবি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নেয়। এ ঘটনায় বাংলা একাডেমির মহাপরিচালক বরাবরে অভিযোগ দিয়েছেন।

আহত দোকান কর্মচারি জানান, বাংলা একাডেমির নিয়ম ভঙ্গ করে খিচুরি ভিলাস শুক্রবার তাদের দোকান মুন্সিগঞ্জ পিঠা ঘরের সামনে দোকান বসানো নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে তিনচারজন তার ওপরে চড়াও হয় এবং মারধর করে গুরুতন জখম করে। তার সামনের দাঁড় নড়বড়ে হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর জখম হন।
আহত দোকান কর্মচারি
বইমেলায় প্রথম বারের মতো সন্ত্রাসী হামলায় টাকা, স্বর্ণালঙ্কার লুট এবং গুরুতর আহত হবার ঘটনা জানতে চাইলে বাংলা একাডেমির সচিব ড. মো. সেলিম রেজা বলেন, হামলার ঘটনায় অভিযোগ এসেছে। যেহেতু ঘটনাটি ফৌজধারী অপরাধ, সেহেতু থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলা একাডেমির পরিচালক সরকার আমিন বলেন, হামলার ঘটনায় একাডেমিতে অভিযোগ এসেছে। ঘটনাটি ফৌজধারী অপরাধ বিধায় থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।