ফের শব্দের চেয়েও ৩ গুণ গতির ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারতে
- আপডেট সময় : ০১:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০ ৫৩১ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক
স্থানটা আরব সাগর। সেখানে ভারতীয় নৌবাহিনীর স্টেলথ ডেস্ট্রয়ার ‘আইএনএস চেন্নাই’ থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি পূর্বনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন। এই ভয়ঙ্কর সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসের ফের সফল পরীক্ষা চালাল ভারত। রবিবার ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও) ভারত এতথ্য জানিয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের বরাত দিয়ে দেশটির একটি গণমাধ্যম জানিয়েছে, শব্দের চেয়ে তিনগুণ গতি সম্পন্ন এই ক্ষেপণাস্ত্রের প্রাথমিক পাল্লা ২৯০ কিলোমিটার। কিন্তু তা বাড়িয়ে ৪০০ কিলোমিটার পর্যন্ত করা যায়। ডিআরডিও-র চেয়ারম্যান জি সতীশ রেড্ডি এ দিন ব্রহ্মসের সফল পরীক্ষার জন্য সংস্থার বিজ্ঞানী এবং ভারতীয় নৌবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। অভিনন্দন এসেছে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের তরফ থেকেও।
প্রসঙ্গত, ভারত-রাশিয়ার যৌথ উদ্যোগে নির্মীত ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের তিনটি পৃথক সংস্করণ রয়েছে। স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য। প্রতিটি সংস্করণেরই একাধিক বার পরীক্ষা সফল হয়েছে। ভারতীয় বিমানবাহিনীর সুখোই-৩০এমকেআই যুদ্ধবিমান ব্রহ্মসের বিমান সংস্করণটি ব্যবহার করে।