প্রেসিডেন্ট রাইসির মরদেহ শনাক্ত

- আপডেট সময় : ১০:৪৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ৮২ বার পড়া হয়েছে
ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ শনাক্ত করা হয়েছে। রাইসির সঙ্গে নিহত হওয়া পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্যদেরও মরদেহ শনাক্ত হওয়ায় প্রয়োজন হচ্ছে না ডিএনএ পরীক্ষার।
সোমবার (২০ মে) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ’কে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার প্রধান মোহাম্মদ হাসান নামি।
তিনি বলেছেন, সব মরদেহ শনাক্ত করার পর আইনি ওষুধ প্রশাসন সংস্থায় স্থানান্তর করা হয়েছে।
নামি আরো বলেন, পুড়ে গেলেও সব মরদেহই শনাক্ত করা গেছে। তাদের মধ্যে তাবরিজের জুমার নামাজের নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আল-ই-হাশেমের মরদেহ ভালো অবস্থায় রয়েছে। এই ইমাম দুর্ঘটনার পরও একঘণ্টা জীবিত ছিলেন এবং রাষ্ট্রপতির কার্যালয়ের প্রধান কর্মকর্তার সঙ্গে টেলিফোনে কথাও বলেছিলেন।
এর আগে, ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কোলিভান্দকে উদ্ধৃত করে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়– ইরানের রাষ্ট্রীয় টিভিকে রেড ক্রিসেন্ট প্রধান বলেছেন, সব মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অনুসন্ধান ও তল্লাশি অভিযানও শেষ হয়েছে।
প্রসঙ্গত, রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকা জোলফায় দুর্ঘটনার কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার। ওই হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজানের গভর্নরও ছিলেন বলে জানা যায়। তারা ইরানের সীমান্তবর্তী আজারবাইজানে একটি জলাধার প্রকল্প উদ্বোধন করে ফিরছিলেন।