ঢাকা ১০:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ১২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

প্রণব মুখার্জির মৃত্যুতে  জাতীয় শোক পালন বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০ ৫৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ১দিনের জাতীয় শোক পালন করল বাংলাদেশ।  দেশটির সকল সরকারী-আধা সরকারী, সকল প্রতিষ্ঠান ও স্বাত্ত্বাশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিন ভারতীয় হাইকমিশনে রাখ শোক বইতে স্বাক্ষর করেন বাংলাদেশে বিদেমমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।  শোক বইতে স্বাক্ষর করে বিদেশমন্ত্রী ড. মোমেন বলেন,  ভারত রত্ন  ভারতের সাবেক  রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন  অকৃত্রিম বন্ধুকে হারালো। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তাঁর কাছে ঋণী। ড. মোমেন বলেন, আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তাঁর সাথে পরিচিত হওয়ার। আমাদের স্বাধীনতা আন্দোলন  থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।  বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখার্জির  প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মোমেন। বিদেশমন্ত্রী মরহুমের স্বর্গ সুখ  কামনা করেন। এছাড়  তিনি প্রণব মুখার্জির শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের  প্রতি গভীর   সমবেদনা জ্ঞাপন করেন। শোক বইয়ে স্বাক্ষরকালে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে। এছাড়া, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত ৩১ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি কয়েকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আনুগত্য ও অসামান্য প্রজ্ঞাবান এই বাঙালি ভারতের সর্বক্ষেত্রে শ্রদ্ধার পাত্র। ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জী রাষ্ট্রপতি  হওযার আগে বিদেশ, প্রতিরক্ষা, বাণিজ্য ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত বছরের আগস্টে প্রণব মুখার্জী ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। ২০১৩ সালে তাঁকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রণব মুখার্জির মৃত্যুতে  জাতীয় শোক পালন বাংলাদেশের

আপডেট সময় : ০৩:১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে ১দিনের জাতীয় শোক পালন করল বাংলাদেশ।  দেশটির সকল সরকারী-আধা সরকারী, সকল প্রতিষ্ঠান ও স্বাত্ত্বাশাষিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এদিন ভারতীয় হাইকমিশনে রাখ শোক বইতে স্বাক্ষর করেন বাংলাদেশে বিদেমমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।  শোক বইতে স্বাক্ষর করে বিদেশমন্ত্রী ড. মোমেন বলেন,  ভারত রত্ন  ভারতের সাবেক  রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশ একজন  অকৃত্রিম বন্ধুকে হারালো। তিনি আমাদের গর্ব এবং বাঙালি জাতি তাঁর কাছে ঋণী। ড. মোমেন বলেন, আমার সৌভাগ্য হয়েছিল ১৯৭৩ সালে তাঁর সাথে পরিচিত হওয়ার। আমাদের স্বাধীনতা আন্দোলন  থেকে শুরু করে সব সময় তিনি বাঙালির মঙ্গল ও কল্যাণে নিবেদিত ছিলেন।  বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে প্রণব মুখার্জির  প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ড. মোমেন। বিদেশমন্ত্রী মরহুমের স্বর্গ সুখ  কামনা করেন। এছাড়  তিনি প্রণব মুখার্জির শোকসন্তপ্ত পরিবার ও ভারতের জনগণের  প্রতি গভীর   সমবেদনা জ্ঞাপন করেন। শোক বইয়ে স্বাক্ষরকালে ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলি উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করে। এছাড়া, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার ব্যবস্থা করা হয়েছে।

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় গত ৩১ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ২০১২ সালে রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি কয়েকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আনুগত্য ও অসামান্য প্রজ্ঞাবান এই বাঙালি ভারতের সর্বক্ষেত্রে শ্রদ্ধার পাত্র। ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জী রাষ্ট্রপতি  হওযার আগে বিদেশ, প্রতিরক্ষা, বাণিজ্য ও অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত বছরের আগস্টে প্রণব মুখার্জী ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ভারতরত্ন পুরস্কারে ভূষিত হন। ২০১৩ সালে তাঁকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দেওয়া হয়।