পদ্মা সেতুতে ট্রেন চলবে ৪ এপ্রিল
- আপডেট সময় : ০৪:৫৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ ৮৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
বাংলাদেশের পদ্মা সেতু উদ্বোধনের মাত্র সাড়ে নয় মাস পর ৪ এপ্রিল সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে চলানোর ঘোষণা দিল রেলভবন। এর আগে বিদায়ী বছরের ২৫ জুন বহুল প্রত্যাশিত পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সেতু চালুর মধ্য দিয়ে খুলে যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতির দুয়ার।
বিশেষ করে পদ্মা সে তুতে ট্রেন চলাচল শুরুর পর ঢাকা-কলকতায় ট্রেন চলাচলের সময় লাগবে মাত্র ৪ ঘণ্টা। আর উত্তরপূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরার আগরতলা থেকে কোন ট্রেন ছেড়ে কলকাতায় পৌছাবে ৮ ঘন্টায়। বর্তমানে আগলতলা থেকে ট্রেনে কলকতায় আসতে সময় লাগছে কমপক্ষে ৩৬ ঘণ্টা।
পদ্মায় পরীক্ষামূলক ট্রেন চলাচলের তথ্য জানিয়ে মঙ্গলবার রেলপথ মন্ত্রকের উপ-প্রধান তথ্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, পদ্মা সেতুতে পরীক্ষামূলক ট্রেন চলাচলের সম্ভাব্য তারিখ ৪ এপ্রিল। আর জুনের মধ্যেই কাজ শেষ হবে মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথের। এখানের ৩২ কিলোমিটার রেলপথের ট্রায়াল রান সফলভাবে আগেই সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে রেল সেতুর প্রায় ৯৮ দশমিক ৫০ শতাংশ কাজ সম্পন্ন।
রেলভবন সূত্রের খবর, মূল সেতুতে মাত্র সাত মিটার স্প্যান বসানোর কাজ বাকি। সেতুতে ভায়াডাক্টের ওপর পাথরবিহীন সাড়ে ছয় কিলোমিটার রেললাইন স্থাপন হচ্ছে মূল সেতুতে। পুরো প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৭৫ দশমিক ৯২ শতাংশ। দ্রুত কাজের সুবিধার্থে পদ্মা সেতুতে রেল সংযোগ প্রকল্পের কাজ তিন শতাংশ করা হয়েছে।
ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অংশের কাজ সম্পন্ন হয়েছে ৭৪ দশমিক ১৪ শতাংশ। আর মাওয়া-ভাঙ্গা অংশে ৯১ দশমিক ৮৮ শতাংশ এবং ভাঙ্গা-যশোর অংশে ৬৮ শতাংশ কাজ সম্পন্ন। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেন চলাচল বন্ধ রেখে পদ্মা লিংক রুটের কাজ চলছে দিনরাত।