পদ্মা-মেঘনায় জমে ওঠেনি ইলিশ শিকার

- আপডেট সময় : ০৭:৪৫:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে

পদ্মা-মেঘনায় ইলিশ কম ধরা পড়লেও
প্রচুর মিলছে দেশীয় প্রজাতির মাছ
নিজস্ব প্রতিনিধি
ইলিশের বাড়ি বাংলাদেশ। দু’মাসের নিষেধাজ্ঞা ওঠলো রবিবার। সেদিন মধ্য রাত থেকেই জলে নামের মৎস্যজীবীরা। জাটকা রক্ষায় নিয়ম করে মাস দুইয়েকের এই নিষেধাজ্ঞা ইলিশের উৎপাদন বয়ে দিয়েছে। বর্তমানে বাংলাদেশে মোট ইলিশের ৮৫ ভাগ উৎপাদন হয়ে থাকে। প্রতিবছরই ইলিশের উৎপাদন বাড়ছে।
চাঁদপুরের মৎস্যজীবীরা বলছেন, এখন পদ্মা-মেঘনায় ইলিশ ধরা তেমন জমে ওঠেনি। দুই মাস বন্ধ থাকার পর সোমবার মেঘনার তীরে চাঁদপুরের ইলিশের আড়ৎ সরগরম। মৎস্যজীবী, ক্রেতা-বিক্রেতাদের হাকডাকে সকাল হয়। একের পর এক ট্রলার এসে ভিড়তে থাকে ঘাটে। বাজার জমে ওঠতে আরও ক’দিন সময় লাগবে।

এখানের মাছঘাটের ব্যবসায়ীরা জানান, এক কেজি ওজনের প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে, ১ লাখ ৪ হাজার টাকা দরে। মাছের বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ প্রতি কেজি বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকা। তবে ইলিশের আমদানি কম। অন্য প্রজাতির মাছের মধ্যে পোয়া, আইড়, চেওয়া, চিংড়ি গুঁড়া, পাঙাশ মাছের আমদানি শুরু হয়েছে।
এখানে ১৪ কেজি ওজন পাঙ্গাস বিািক্র হয় ১৮ হাজার ২০০ টাকা। যার প্রতি কেজির দাম পড়ছে ১ হাজার ৩০০ টাকা। আইড় বিক্রি হচ্ছে প্রতি কেজি ১১০০ টাকা, পোয়া প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকা কেজি পাইকারি।