পদ্মশ্রী সম্মাননা পাচ্ছেন বন্যা
- আপডেট সময় : ০৪:০৪:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
প্রথিতযশা রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ভারতের রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী পাচ্ছেন। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সম্মাননা পাওয়া ব্যক্তিদের
নাম ঘোষণা করা হয়। এটি অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এ সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করা হলো।
পদ্ম বিভূষণ, পদ্ম ভূষণ ও পদ্মশ্রী এই তিন ক্যাটাগরিতে এ বছর ১৩২ জন সম্মাননার জন্য মনোনীত করা হয়েছেন। ভারতের রাষ্ট্রপতি ভবনে আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্মাননা স্মারক তুলে দেওয়ার কথা রয়েছে।
রেজওয়ানা চৌধুরী বন্যা একজন প্রথিতযশা রবীন্দ্রসংগীত শিল্পী। তিনি বাংলণাদেশের পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। বন্যা তার ঘরানার সংগীতের একজন বহুমুখী প্রতিভা হিসাবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে সমাদৃত। গুনানুরাগীদের কাছে ‘বন্যা’ নামেও পরিচিত। কণিকা বন্দ্যোপাধ্যায়ের শিষ্যদের মধ্যে তাকেই সবচেয়ে জনপ্রিয় গণ্য করা হয়। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের
জাতীয় এবং সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কার লাভ করেছেন এই শিল্পী।
এ বছর পদ্মভূষণ সম্মানে ভূষিত হবেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ভারতের সাবেক উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু পাচ্ছেন পদ্মবিভূষণ।
পদ্মশ্রীর জন্য মনোনীত রেজওয়ানা চৌধুরী বন্য শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে সমাদৃত। সঙ্গীত ভুবনে তাঁর পড়াশুনা বিস্তর।
তিনি রবীন্দ্র সঙ্গীত ছাড়াও ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক অবস্থায় রেজওয়ানা বন্যা ‘ছায়ানট’ ও পরে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
তিনি বুলবুল ললিতকলা একাডেমীতেও ভর্তি হয়েছিলেন। বন্যা সঙ্গীত ভুবনে এসে শান্তিদেব ঘোষ, কণিকা বন্দ্যোপাধ্যায়, নীলিমা সেন, এবং আশীষ বন্দ্যোপাধায়ের মতো সঙ্গীতজ্ঞদের সান্নিধ্য লাভ করেছেন। তিনি ‘সুরের ধারা’ নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন।