ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নিবন্ধন পেতে রোববার ইসিতে আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৫৫৯ বার পড়া হয়েছে

আমজনগণ পার্টির (বিএজেপি) আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘এসো একসাথে মোরা দেশ গড়ি’ স্লোগানকে ধারণ করে এক পরিবর্তীত সময়ে গঠিত হয় রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পার্টি তথা (বিএজেপি)। গত ১৭ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে ড. মোহাম্মদ রফিকুল আমীন আহবায়ক ও ফাতিমা তাসনিমকে সদস্য সচিব করে বাংলাদেশ আমজনগণ পার্টির ২৯৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

শিক্ষা, সমতা ও সুবিচারকে মূলনীতি হিসেবে গ্রহণ কওে নবগঠিত এই রাজনৈতিক দলটি দেশব্যাপী সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে। আমজনগণের অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি অত্যন্ত সুপরিকল্পি ও গঠনমূলকভাবে কাজ করছে। এরই মধ্যে দলটির ৪০টি জেলা কমিটি এবং ১০৫টি উপজেলা কমিটি গঠনের মধ্য দিয়ে তাদের সক্ষমতার স্বাক্ষর রেখেছে।

রাজনৈতিক দলটি নিবন্ধন রোববার (২২ জুন) বেলা ২টা নাগাদ নির্বাচন কমিশনে (ইসি) তাদের আবেদন জমা দেবে। বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা এসময় ইসি কার্যালয়ে উপস্থিত থাকবেন।

নিবন্ধন পেতে রোববার ইসিতে আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি
বাংলাদেশ আমজনগণ পার্টি

বাংলাদেশ আমজনগণ পার্টির এখন পর্যন্ত ৪০টি জেলা এবং ১০৫টি উপজেলায় কমিটি গঠিত হয়েছে। জেলা কমিটির মধ্যে রয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, বান্দরবান, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালীসহ জেলা। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর কমিটি রয়েছে।

দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়াই করে চলেছে, তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করা নয়, বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরির মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা।

ড. আমীন বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় তার নেতৃত্বাধীন রাজনৈতিক দলটি। মুক্তিযুদ্ধ ও জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ ও সার্বভৌমত্ব বজায় রাখা, আইনের সু-শাসন, সবার জন্য শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায় ও অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ অবদান রাখতে চায় আমজনগণ পার্টি।

নিবন্ধন পেতে রোববার ইসিতে আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি
আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও  সদস্য সচিব ফাতিমা তাসনিম

সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সুরক্ষার জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান উন্নতি করার দিকে দৃঢ় প্রতিজ্ঞ। গ্রামীণ জীবনভিত্তিক উন্নয়ন এবং  কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান এবং খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার চাহিদা পূরণে এ ধরনের কর্মসূচির বাস্তবায়নে পার্টি সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ দলটি।

বহুদলীয় রাজনীতির অবাধ সুযোগ, গণতান্ত্রিক বিধিব্যবস্থা ও জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতির মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করার সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করবে এ দল। দলের মধ্যে অভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে পরিবারভিত্তিক অগ্রাধিকার বিলোপ করার মাধ্যমে দলের মধ্যে গণতন্ত্রের ধারা সৃষ্টি ও এই চর্চা বজায় রাখার ক্ষেত্রে কোনোরূপ সমঝোতা করবে না মর্মে স্থির সিদ্ধান্তে অটুট থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিবন্ধন পেতে রোববার ইসিতে আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি

আপডেট সময় : ১০:২২:৫৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

‘এসো একসাথে মোরা দেশ গড়ি’ স্লোগানকে ধারণ করে এক পরিবর্তীত সময়ে গঠিত হয় রাজনৈতিক দল বাংলাদেশ আমজনগণ পার্টি তথা (বিএজেপি)। গত ১৭ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে ড. মোহাম্মদ রফিকুল আমীন আহবায়ক ও ফাতিমা তাসনিমকে সদস্য সচিব করে বাংলাদেশ আমজনগণ পার্টির ২৯৭ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।

শিক্ষা, সমতা ও সুবিচারকে মূলনীতি হিসেবে গ্রহণ কওে নবগঠিত এই রাজনৈতিক দলটি দেশব্যাপী সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ করে চলেছে। আমজনগণের অংশগ্রহণ ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি অত্যন্ত সুপরিকল্পি ও গঠনমূলকভাবে কাজ করছে। এরই মধ্যে দলটির ৪০টি জেলা কমিটি এবং ১০৫টি উপজেলা কমিটি গঠনের মধ্য দিয়ে তাদের সক্ষমতার স্বাক্ষর রেখেছে।

রাজনৈতিক দলটি নিবন্ধন রোববার (২২ জুন) বেলা ২টা নাগাদ নির্বাচন কমিশনে (ইসি) তাদের আবেদন জমা দেবে। বাংলাদেশ আমজনগণ পার্টির আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা এসময় ইসি কার্যালয়ে উপস্থিত থাকবেন।

নিবন্ধন পেতে রোববার ইসিতে আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি
বাংলাদেশ আমজনগণ পার্টি

বাংলাদেশ আমজনগণ পার্টির এখন পর্যন্ত ৪০টি জেলা এবং ১০৫টি উপজেলায় কমিটি গঠিত হয়েছে। জেলা কমিটির মধ্যে রয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা, ফরিদপুর, রাজবাড়ী, বরিশাল, পটুয়াখালী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, সিলেট, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, বান্দরবান, ঝালকাঠি, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, কুমিল্লা, কক্সবাজার, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, চাঁদপুর, মৌলভীবাজার, রাঙ্গামাটি, সিলেট, চট্টগ্রাম ও নোয়াখালীসহ জেলা। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর কমিটি রয়েছে।

দলটির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়াই করে চলেছে, তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। ক্ষমতা কুক্ষিগত করা নয়, বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরির মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা।

ড. আমীন বলেন, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় তার নেতৃত্বাধীন রাজনৈতিক দলটি। মুক্তিযুদ্ধ ও জুলাই ২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা ধারণ, প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালীকরণ ও সার্বভৌমত্ব বজায় রাখা, আইনের সু-শাসন, সবার জন্য শিক্ষা, দুর্নীতিমুক্ত প্রাতিষ্ঠানিক ব্যবস্থা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়ন, আয় বৈষম্য নিরসন ও সামাজিক সুরক্ষা, ধর্মীয় সংখ্যালঘু, অনুন্নত সম্প্রদায় ও অনগ্রসর গোষ্ঠীর প্রতি বিশেষ অবদান রাখতে চায় আমজনগণ পার্টি।

নিবন্ধন পেতে রোববার ইসিতে আবেদন করবে বাংলাদেশ আমজনগণ পার্টি
আহবায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন ও  সদস্য সচিব ফাতিমা তাসনিম

সাম্রাজ্যবাদ, নয়া উপনিবেশবাদ, আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে সুরক্ষার জন্য শক্তিশালী পররাষ্ট্রনীতি ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান উন্নতি করার দিকে দৃঢ় প্রতিজ্ঞ। গ্রামীণ জীবনভিত্তিক উন্নয়ন এবং  কর্মপরিকল্পনা গ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন কর্মসূচিতে অগ্রাধিকার প্রদান এবং খাদ্য, বস্ত্র, স্বাস্থ্য, বাসস্থান ও শিক্ষার চাহিদা পূরণে এ ধরনের কর্মসূচির বাস্তবায়নে পার্টি সক্রিয় ব্যবস্থা গ্রহণ করতে প্রতিজ্ঞাবদ্ধ দলটি।

বহুদলীয় রাজনীতির অবাধ সুযোগ, গণতান্ত্রিক বিধিব্যবস্থা ও জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সংসদীয় সরকার পদ্ধতির মাধ্যমে স্থিতিশীল গণতান্ত্রিক শাসনব্যবস্থা কায়েম করার সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করবে এ দল। দলের মধ্যে অভ্যন্তরীণ নেতৃত্ব নির্ধারণের ক্ষেত্রে পরিবারভিত্তিক অগ্রাধিকার বিলোপ করার মাধ্যমে দলের মধ্যে গণতন্ত্রের ধারা সৃষ্টি ও এই চর্চা বজায় রাখার ক্ষেত্রে কোনোরূপ সমঝোতা করবে না মর্মে স্থির সিদ্ধান্তে অটুট থাকবে।