নারীকে পেটানো সেই যুবক গোয়েন্দা জালে

- আপডেট সময় : ১০:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সম্প্রতি ঢাকার শ্যামলী স্কয়ার এলাকায় এক নারীর সহিংসতার শিকার হন। মো. রাসেল হোসেন (৩০) নামের এক যুবক সেই নারীকে লাঠি দিয়ে রাস্তায় এলাপাতারি পেটানোর দৃশ্য প্রত্যক্ষ করেন পথচারীরা।
অবশেষে সোমবার সন্ধ্যায় মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে রাসেল হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটের কব্জায় রয়েছে রাসেল।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রাসেলকে মতিঝিল এলাকা হতে গ্রেপ্তার করে ডিবির সাইবার ফাইনান্সিয়াল ক্রাইমের একটি চৌকস দল।
এর আগে সকাল থেকে অনলাইনে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে রাসেল হোসেনকে লাঠি হাতে রাস্তায় নারীদের দৌড়ে দৌড়ে পেটাতে দেখা যায়। তিনি বিভিন্ন ধরনের কটূক্তি করেন এবং সহিংস আচরণ করেন।
পরে সেসব ঘটনার ভিডিওধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করেন তিনি।
বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকে রাসেলকে গ্রেপ্তারের দাবি তোলেন।
এরই প্রেক্ষাপটে তাকে গ্রেপ্তারের তথ্য জানালো ডিবি। কর্মকর্তারা বলছেন, রাসেলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।