সংবাদ শিরোনাম ::
নাটোরে প্রথমবারের মত আন্তঃজেলা হরিজন ফুটবল টুর্নামেন্ট
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
ভয়েস স্পোর্টস ডেস্ক: নাটোরে প্রথমবারের মত আন্তঃজেলা হরিজন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।আজ শুক্রবার সকাল ৯টায় স্থানীয় শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন জানান, দেশে প্রথমবারের মত এই সম্প্রদায়ের অংশগ্রহণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশগ্রহনকারী আটটি দল হচ্ছে নাটোর, জয়পুরহাট, রাজশাহী, বগুড়া, নওগাঁ, রংপুর, বরিশাল ও মাদারীপুর।
জেলা প্রশাসনের সহযোগিতায় হরিজন যুব সমাজের উদ্যোগে জেলা ক্রীড়া সংস্থা এই টুর্নামেন্ট আয়োজন করেছে।
উদ্বোধনী খেলায় নাটোর জেলা দল ৪-১ গোলে মাদারীপুর জেলা দলকে পরাজিত করে।