ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নতুন বাংলাদেশ সৃষ্টি করব পুলিশ কর্মকর্তাদের প্রতি ড. ইউনূস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ বাহিনী দেশে মস্ত বড় ভূমিকা রাখে মন্তব্য করে প্রধান উপদেষ্টা  বলেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যেকোনো যুদ্ধ জয় সম্ভব।

এগিয়ে যাওয়ার যে যুদ্ধ-লড়াই, এটা আনন্দের লড়াই, কষ্টের কোনো লড়াই না। যতই এগিয়ে যায়, তত ফুর্তি লাগে। নিজের কাছেও ফুর্তি লাগে। নিজের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে। আমরা একটা কাজ করছি, তারা দেখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে। নিজের তৃপ্তি হচ্ছে, আমি এমন একটা ভূমিকায় আছি, যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে।

সোমবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন ইউনূস।

এসময়  তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ বলি, এটা কথার কথা না; নতুন বাংলাদেশ বলি এই কারণে যে, পুরনো বাংলাদেশ অন্ধকার যুগ আমাদের। ভয়ংকর। সেই ভয়ংকর দিনগুলো থেকে আমরা সুন্দর, ঝলমলে দিনে আসতে চাই। সেটাই নতুন বাংলাদেশ।

ভয়ংকর কর্মকাণ্ডের সঙ্গে পুলিশের সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে ইউনূস বলেন, পুলিশ বাহিনীর মুশকিল হলো, ওই অন্ধকার যুগের তারা একটিভ পার্টিসিপ্যান্ট ছিল। নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়। কাজেই আমরা কাজ করেছি, আমরা হুকুম পেয়েছি, করেছি; করতে করতে আমরাও ওরকম চিন্তার ওপর গেছি।

কাজেই নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে|

 

বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনার দেশ মন্তব্য করে মুহাম্মদ ইউনূস বলেন, ব্যক্তি হিসেবে এটা অনুভব করি। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে আনতে পারছি না, ঠেকে যাচ্ছে। আজকে আমরা সুযোগ পেয়েছি, মস্ত বড় সুযোগ, সেই সম্ভাবনাকে কাজে পরিণত করা। জুলাইয়ে অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। যেটুকু সময় আমাদের আছে, চেষ্টা করি। ভবিষ্যতেও যারা আসবে তারা চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। এই পথে আমরা এগোলে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে। ইউনূস

বলেন, বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ, যারা পৃথিবীতে নেতৃত্ব দেয়- তাদের মধ্যে একটি হতে পারে। সেরকম সম্ভাবনা আছে। এটা কোনো আত্মতুষ্টির জন্য না। একটু বিচার করলেই মনে হয়, হ্যাঁ, এরকম সম্ভাবনা আছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, গণঅভ্যুত্থান হলো, বিরাট একটা কাণ্ড। ইতিহাসের বিরাট একটা পরিবর্তন সূচিত হলো। লণ্ডভণ্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম। সারা দুনিয়ার যত দেশ আছে, সবাই আমাদের সমর্থন করলো।

শুধু মিনমিনে সমর্থন না, উৎসাহ সহকারে এগিয়ে এল। তারা মনে করেছে, এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে, সেটা সবার ভালো সঙ্গী হবে। তারা আমাদের ওপর যেরকম ভরসা করেছে, আমরা আমাদের ওপর সেরকম ভরসা আনতে চাই। নতুন করে যে যাত্রা শুরু হলো, এটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নতুন বাংলাদেশ সৃষ্টি করব পুলিশ কর্মকর্তাদের প্রতি ড. ইউনূস

আপডেট সময় : ০৬:১০:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫

পুলিশ বাহিনী দেশে মস্ত বড় ভূমিকা রাখে মন্তব্য করে প্রধান উপদেষ্টা  বলেন, আইন যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যেকোনো যুদ্ধ জয় সম্ভব।

এগিয়ে যাওয়ার যে যুদ্ধ-লড়াই, এটা আনন্দের লড়াই, কষ্টের কোনো লড়াই না। যতই এগিয়ে যায়, তত ফুর্তি লাগে। নিজের কাছেও ফুর্তি লাগে। নিজের ছেলেমেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে। আমরা একটা কাজ করছি, তারা দেখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে। নিজের তৃপ্তি হচ্ছে, আমি এমন একটা ভূমিকায় আছি, যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে।

সোমবার তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে বলেন ইউনূস।

এসময়  তিনি বলেন, আমরা নতুন বাংলাদেশ বলি, এটা কথার কথা না; নতুন বাংলাদেশ বলি এই কারণে যে, পুরনো বাংলাদেশ অন্ধকার যুগ আমাদের। ভয়ংকর। সেই ভয়ংকর দিনগুলো থেকে আমরা সুন্দর, ঝলমলে দিনে আসতে চাই। সেটাই নতুন বাংলাদেশ।

ভয়ংকর কর্মকাণ্ডের সঙ্গে পুলিশের সম্পৃক্ততার প্রসঙ্গ টেনে বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে ইউনূস বলেন, পুলিশ বাহিনীর মুশকিল হলো, ওই অন্ধকার যুগের তারা একটিভ পার্টিসিপ্যান্ট ছিল। নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়। কাজেই আমরা কাজ করেছি, আমরা হুকুম পেয়েছি, করেছি; করতে করতে আমরাও ওরকম চিন্তার ওপর গেছি।

কাজেই নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদের এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে|

 

বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনার দেশ মন্তব্য করে মুহাম্মদ ইউনূস বলেন, ব্যক্তি হিসেবে এটা অনুভব করি। কিন্তু সেই সম্ভাবনাকে বাস্তবে আনতে পারছি না, ঠেকে যাচ্ছে। আজকে আমরা সুযোগ পেয়েছি, মস্ত বড় সুযোগ, সেই সম্ভাবনাকে কাজে পরিণত করা। জুলাইয়ে অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। যেটুকু সময় আমাদের আছে, চেষ্টা করি। ভবিষ্যতেও যারা আসবে তারা চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। এই পথে আমরা এগোলে সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে। ইউনূস

বলেন, বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ, যারা পৃথিবীতে নেতৃত্ব দেয়- তাদের মধ্যে একটি হতে পারে। সেরকম সম্ভাবনা আছে। এটা কোনো আত্মতুষ্টির জন্য না। একটু বিচার করলেই মনে হয়, হ্যাঁ, এরকম সম্ভাবনা আছে।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, গণঅভ্যুত্থান হলো, বিরাট একটা কাণ্ড। ইতিহাসের বিরাট একটা পরিবর্তন সূচিত হলো। লণ্ডভণ্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম। সারা দুনিয়ার যত দেশ আছে, সবাই আমাদের সমর্থন করলো।

শুধু মিনমিনে সমর্থন না, উৎসাহ সহকারে এগিয়ে এল। তারা মনে করেছে, এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে, সেটা সবার ভালো সঙ্গী হবে। তারা আমাদের ওপর যেরকম ভরসা করেছে, আমরা আমাদের ওপর সেরকম ভরসা আনতে চাই। নতুন করে যে যাত্রা শুরু হলো, এটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি।