ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ গণপদযাত্রায় পুলিশের বাধা

- আপডেট সময় : ০৮:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্মের সদস্যরাস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গিও আলম চৌদুরী পদত্যাগ দাবিতে গণপদযাত্রা নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবনের দিকে যেতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ।
পাশাপাশি ব্যস্ততম শাহবাগ মোড়ে অবস্থান নেয় কলেজ শিক্ষার্থীরা। তারা দ্রুত বিচার আদালত গঠন করে ধর্ষনের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায়। মঙ্গলবার ধর্ষকদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে গণপদযাত্রাটি শুরু হয়।
৯ দফা দাবি নিয়ে স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন পদযাত্রায় অংশগ্রহণকারীরা। পদযাত্রাটি শাহবাগ মোড় অতিক্রম করে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের বাধা অতিক্রম করে পদযাত্রায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সামনের দিকে এগিয়ে যেতে চান। তখন পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে।

পুলিশের লাঠিপেটার মুখে মিছিলকারীরা শাহবাগের দিকে ফিরে যান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অদ্রিতা রায় পুলিশের হামলার প্রতিবাদ জানিয়ে উপস্থিত শিক্ষার্থী ও সাংবাদিকদের বলেন, আমাদের পূর্বঘোষিত গণপদযাত্রায় পুলিশ হামলা চালিয়েছে। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগ দাবি করেছিলাম।
কিন্তু সে তো পদত্যাগ করল না, রমজান মাসে আমাদের ওপর হামলা করা হলো, মেয়েদের পোশাক ছেঁড়া হলো। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। আমরা গণ–আন্দোলন গড়ে তুলব।
এ বিষয়ে পুলিশের রমনা থানার ওসি গোলাম ফারুক সাংবাদিকদের জানান, বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে রমনা অঞ্চলের সহকারী কমিশনারসহ পুলিশের পাঁচজন সদস্যকে আহত করেছেন। পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করেছে। পুলিশ কাউকে লাঠিপেটা করেনি বলে দাবি করেন তিনি।