দেশজুড়ে ঈদুল আযাহা উদযাপন হচ্ছে
- আপডেট সময় : ০৮:৪১:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
প্রবৃত্তির দাসত্ব, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুত্বকে পরাভূত করার শিক্ষা নিয়ে আবারও এসেছে কোরবানির ঈদ। মহান আত্মত্যাগ, আত্মসমর্পণ এবং নিজেকে উৎসর্গ করার মহিমায় উদ্ভাসিত মুসলিম উম্মাহর বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা আজ
বাংলাদেশের কোটি কোটি মুসলমান আজ সোমবার (১৭ জুন) পবিত্র ঈদুল আযাহা উদযাপন করছে। এদিন সকালে দুই রাকাত ওয়াজিব নামাজ আদায়ের মাধ্য ঈদ উদযাপন শুরু করেন বাংলাদেশের মানুষ। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন।
নামাজ শেষে মুসলিম উম্মাহ, আত্মশুদ্ধি, নিজেদের পাপমোচন এবং পরিবার-পরিজন, দেশ ও মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে দোয়া চেয়ে আল্লাহর দরবারে অবনত মস্তকে প্রার্থনা করেন।
ঢাকার হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণিপেশার মানুষ জামাতে অংশ নেন।
সোমবার সকাল সাড়ে ৭টায় রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে ঈদুল আজহার নামাজ আদায় করেন।
বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে। সকাল থেকেই দূরদুরান্ত মুসল্লিরা জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে ছুটে আসেন। তারা দীর্ঘ লাইনে দাড়িয়ে ঈদগাহে প্রবেশ করেন।
অন্যদিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সাড়ে ৭টায়। এখানে এক ঘন্টা পর পর ৫টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।