দুর্ভোগকে সঙ্গী করেই ঢাকামুখো মানবস্রোত

- আপডেট সময় : ০২:২৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
ঈদের টানা ১০ দিনের ছুটি ফুরালো শনিবার। রোববার থেকে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সংস্থাসমূহে পুরোদমে কাজ শুরু হবে। ফের রাজধানী ঢাকা ফিরতে তার পুরানো চেহায়।
এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে পড়ুয়ারা। আগামী ২৪ জুন থেকে স্কুল এবং ২৬ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এবারে টানা ছুটি শেষ হবার দু’একদিন আগে যারা ঢাকায় ফিরেছেন, তারা কোন রকমের বিড়ম্বনা ছাড়াই স্বস্তিতে পৌছেছেন।
ঈদের টানা ছুটি শেষে ঢাকামুখো মানুষের সবচেয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে, উত্তর জনপদের মানুষদের। শুক্রবার রাতে রওনা দিয়ে অনেকেই শনিবার দুপুরেও ঢাকার নিজ বাসায় ফিরতে পারেনি। সিরাজগঞ্জ থেকেই যানজটের মধ্যে পড়তে হয়েছে। যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের প্রায় ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট আটকা পড়ে শ’ শ’ যানবাহন।
যমুনা সেতুর সাইট কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী লেনে চলেছে ৩০ হাজার ৮১৭টি এবং ঢাকা থেকে উত্তরবঙ্গগামী লেনে ১৮ হাজার ৩৬৫টি যানবাহন। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
শনিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিমের কড্ডার মোড় এলাকায় ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়। নলকা সেতু থেকে যমুনা সেতুর পশ্চিম টোল প্লাজা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারজুড়ে যানজটের কারণে আটকা পড়া যানবাহনের যাত্রীদের বিশেষ নারী-শিশুদের দুর্ভোগে পড়তে হয়েছে।
রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেতু পরিবহনের সুপারভাইজার আবদুল আল মামুন বলেন, দিবাগত রাত ১টার দিকে পীরগাছা থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছি। এখন সকাল সাড়ে ১০টায় সিরাজগঞ্জের কড্ডার মোড়ে উড়ালসড়কে যানজটে আটকে আছি। কখন ঢাকায় পৌঁছাব, তা বলা যাচ্ছে না। তিনি আরও বলেন, অতিরিক্ত যানবাহনের কারণে বগুড়া থেকেই গাড়ি ধীরগতিতে চলছে। সিরাজগঞ্জের হাটিকুমরুল থেকে যানজটের তীব্রতা বেড়ে নলকা সেতু পার হওয়ার পর তা প্রকট আকার ধারণ করে।