দুই সন্তানসহ নাকানো এরিকো ছবি: সংগৃহীত
দুই শিশুকন্যাকে ফিরে পেতে নাকানো এরিকো নামের এক মা টোকিও থেকে বাংলাদেশে উড়ে আসেন। কোনো উপায় না পেয়ে আদালতের দ্বারস্থ হন। হাইকোর্ট ৩১ আগস্ট দুই শিশুকে হাজির
করতে সন্তানের বাবা ও ফুফুকে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এর আগেই ১০ ও ১১ বছর বয়সী দুই মেয়েকে উদ্ধার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এবিষয়ে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার জিসানুল হক রবিবার সংবাদমাধ্যমকে এতথ্য নিশ্চিত করলেও তাদের উদ্ধারের বিষয়ে কিছু জানাননি।
পেশায় চিকিৎসক নাকানো এরিকো ঢাকায় এসে সন্তানদের নিজের জিম্মায় পেতে ১৯ আগস্ট হাইকোর্টে রিট করেন এরিকো। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ ঐ দুই শিশুকে আদালতে হাজির করার নির্দেশ দেন।
শিশুদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক শরীফ ইমরান যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে জন্য ৩০ দিনের নিষেধাজ্ঞা দেন আদালত। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।