তিউনিসিয়া উপকূলে নৌকা ডুবি মৃত্যু ৪, নিখোঁজ ২৩
- আপডেট সময় : ০৪:৪১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ১১১ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগরে স্বপ্নের সলিল সমাধি! একের পর এক নৌকা ডুবির পরও
থামানো যাচ্ছে না অভিবাস প্রত্যাশিদের ঝুঁকিপূর্ণ যাত্রা!
অনলাইন ডেস্ক
ভূমধ্যসাগরে স্বপ্নের সলিল সমাধি! একের পর এক নৌকা ডুবির পরও থামানো যাচ্ছে না অভিবাস প্রত্যাশিদের ঝুঁকিপূর্ণ যাত্রা! স্বচ্ছল জীবনের প্রত্যাশা নিয়ে সাগরের উত্তাল তরঙ্গ সঙ্গে যুদ্ধ করেই কাঙ্খিত লক্ষ্যে পৌছানোর প্রানান্তকর চেষ্টা করেন। তাদের কেউ সফল অথবা সাগরের অতৈ জলরাশিতে চিরদিনের জন্য হারিয়ে যায়।
তিউনিসিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী দুটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ৫৩ জনকে জীবিত উদ্ধার করা হলেও, মৃত্যু হয়েছে চারজনের। আর এখনও নিখোঁজ রয়েছে ২৩ জন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী রবিবার উত্তর আফ্রিকার অভিবাসীদের নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা দুটি তিউনিসিয়ার উপকূলে ডুবে যায়।
তিউনিসিয়ার স্ফাকস শহরের আদালতের মুখপাত্র ফাউজি মাসমৌদি শনিবার সংবাদমাধ্যমকে বলেছেন, এদিন সকালে একটি নৌকা ডুবে যায়। এ ঘটনায় চারজনের মৃতদেহ এবং ৩৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে ৩৭ জন যাত্রী নিয়ে আরেকটি নৌকা ডুবে যায়। এসময় ১৭ জনকে জীবিত উদ্ধার সম্ভব হলেও ২০ জন নিখোঁজ রয়েছে।