সংবাদ শিরোনাম ::
ঢাকাসহ দেশের ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ, কবে কমবে

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ১১:৪৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ৩২ বার পড়া হয়েছে
রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সোমবারও তা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, যেসব জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তার বিস্তারের আশঙ্কা নেই। মঙ্গলবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
চলতি সপ্তাহের শেষের দিকে বিচ্ছিন্নভাবে সামান্য বৃষ্টিপাত হবার কথাও জানায় আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তরের রোববার সন্ধ্যার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রাঙামাটি, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
এছাড়া, খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়ার সাথে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।