ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচারে আ.লীগ, সঙ্গী ভারতীয় মিডিয়া

- আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা অপপ্রচার চালাচ্ছে। আর এর সঙ্গী হয়েছে ভারতীয় মিডিয়া। ড. ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার ব্যয় করা হচ্ছে। এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত। একই সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে বলে জানান তিনি।
শনিবার ঢাকার জাতীয় প্রেসক্লাবে দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণ-অভ্যুত্থান বইয়ের প্রকাশনা উৎসবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই অভিযোগ আনেন। শেখ হাসিনাকে ইঙ্গিত করে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী ও গুমের জননী চাচ্ছেন বাংলাদেশের ন্যারেটিভকে (বয়ান) চ্যালেঞ্জ করতে। তারা বলছেন তিন হাজার পুলিশ মারা গেছে, তাদের ওয়েবসাইটে অধ্যাপক ইউনূসকে জঙ্গিদের নেতা হিসেবে তুলে ধরা হয়েছে।
এটা খুবই পরিকল্পিত অপপ্রচার। এর সঙ্গে ভারতীয় মিডিয়াও জড়িত। হাসিনার অলিগার্কেরা মিলিয়ন ডলার ব্যয় করে পৃথিবীকে বোঝাতে চাচ্ছে, বাংলাদেশে যা হয়েছে তা আসলে গণ-অভ্যুত্থান নয়। এটা বড় রকমের চক্রান্ত। এমন পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ জানান শরিফুল।
এ সময় হুঁশিয়ার করে সরকারের মুখপাত্র বলেন, বাংলাদেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাসিনা ও তার লোকেরা ২৩৪ বিলিয়ন ডলার পাচার করেছে। সাড়ে তিন হাজার মানুষকে গুম করেছে। জুলাই-আগস্টে দুই হাজার মানুষকে খুন করা হয়েছে। শেখ হাসিনার সময়ে শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়েছে, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর কী ভয়ানক হত্যাকাণ্ড হয়েছে।