ডিসেম্বরে ভোটের টার্গেট বাংলাদেশের

- আপডেট সময় : ০৯:১৭:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫ ৪২ বার পড়া হয়েছে
বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের দাবি জানিয়ে আসলেও অপরাপর দলগুলো দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে। তারা বলছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সামাজিক অবস্থিরতা কাটবে না।
এমন পরিস্থিতিতে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা নির্বাচনী ট্রেনের হুইসেল বাজিয়ে দিয়েছেন। আগামী ডিসেম্বরেই ভোটের টার্গেট।
সোমবার ঢাকায় নির্বাচন ভবনে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠকের পর এতথ্য জানান সিইসি। তিনি জানান, সারাহ কুক এসেছিলেন সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে এবং তারা নির্বাচনে সহায়তা করতে চান। বিদেশি পর্যবেক্ষক সম্পর্কে জানতে চেয়েছেন।
আমরা দল নিবন্ধন, ভোটার নিবন্ধন সম্পর্কে জানিয়েছি। শিগগিরই ক্রয় প্রক্রিয়ায় যাচ্ছে নির্বাচন কমিশন। বিদেশি পর্যবেক্ষক নীতিমালা পরিবর্তন হবে না। যথাসময়ে পর্যবেক্ষক আসার বিজ্ঞপ্তি জারি হবে। ডিসেম্বরে ভোট করতে হলে তো অক্টোবরে তফসিল ঘোষণা করতে হবে। টাইমলাইনটা মিস না করি সেভাবে ডিসেম্বরে টার্গেট রেখে প্রস্তুতি নিচ্ছে জানান সিইসি।