ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরে নির্বাচন না হলে বাংলাদেশের আর কোন নির্বাচন হবেনা : আব্বাস

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫ ৭০ বার পড়া হয়েছে

ডিসেম্বরে নির্বাচন না হলে বাংলাদেশের আর কোন নির্বাচন হবেনা : আব্বাস

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শঙ্কা আগামী ডিসেম্বর নাগাদ বাংলাদেশে নির্বাচন না হলে, আর কোন নির্বাচন হবেনা। শুক্রবার দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে প্রার্থনা মিলাত মাহফিল ও দুস্থদেও মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এসময় মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে। আজ কোনো সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ ইমপোর্ট করে আনছেন। যারা এ দেশের নাগরিক নয়। দেশের প্রতি অতটুকু মমত্ববোধ নেই। দেশকে ভালোবাসেন না। তারা কী করে এ দেশের মানুষের সংস্কার করবে, আমরা বুঝতে পারি না। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের কর্মক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন করে বলেন, তাহলে কেন এই টার্মিনাল বিদেশিদের হাতে দেব? বিদেশিরা এলে টাকা বাংলাদেশে রাখবে না।

তাই বিদেশিদের প্রতি প্রেম-ভালোবাসা ছেড়ে দেন। দেশের মানুষকে ভালো রাখেন। আমরা দেশে লোক তৈরি করব। দেশের লোকেরাই নিউমুরিং টার্মিনাল চালাবে। বাইরের লোক দরকার নেই। সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সেন্ট মার্টিনে খাওয়া নেই, কাপড় নেই, মানুষ বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না। সেন্ট মার্টিনে কী এমন হয়ে গেল যে বাংলাদেশি নৌকা যেতে পারবে না? সেখানে কী এমন ঘটনা ঘটছে, জানতে চাই। সাজেকে কী হচ্ছে, আমরা জানতে চাই।

২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে বিএনপিও অংশি ছিলো। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে ছিলো। প্রধান উপদেষ্টার নেওয়া সংস্কার কর্মসূচির প্রশংসাও করেছিলো দলটি। কিন্তু কিছু দিন যাবত অন্তর্বর্তী সরকারের ওপর আর ভরসা রাখতে পারছে না বাংলাদেশের বর্তমান প্রধান রাজনৈতিক দল বিএনপি। এসময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না।

এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে। ড. ইউনূস বিএনপিকে তাঁর মুখোমুখি করে নিয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। জাপানে বসে বলেছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই, ড. ইউনূস সাহেব আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন।

জিয়াউর রহমান তাঁর শাসনামলে যে সংস্কার করে গেছেন, অন্তর্বর্তী সরকার তা কখনোই করতে পারবে না বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘জিয়াউর রহমান যে সংস্কার করে গেছেন, এই সরকার সারা জীবনেও সেটি করতে পারবে না। স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমান বহু সংস্কার করে গেছেন, কিন্তু কোনো ঘোষণা দেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ডিসেম্বরে নির্বাচন না হলে বাংলাদেশের আর কোন নির্বাচন হবেনা : আব্বাস

আপডেট সময় : ০৯:৩৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শঙ্কা আগামী ডিসেম্বর নাগাদ বাংলাদেশে নির্বাচন না হলে, আর কোন নির্বাচন হবেনা। শুক্রবার দলটির প্রতিষ্ঠাতা ও সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে ঢাকার নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে প্রার্থনা মিলাত মাহফিল ও দুস্থদেও মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এসময় মির্জা আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে। আজ কোনো সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ ইমপোর্ট করে আনছেন। যারা এ দেশের নাগরিক নয়। দেশের প্রতি অতটুকু মমত্ববোধ নেই। দেশকে ভালোবাসেন না। তারা কী করে এ দেশের মানুষের সংস্কার করবে, আমরা বুঝতে পারি না। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের কর্মক্ষমতা রয়েছে উল্লেখ করে তিনি প্রশ্ন করে বলেন, তাহলে কেন এই টার্মিনাল বিদেশিদের হাতে দেব? বিদেশিরা এলে টাকা বাংলাদেশে রাখবে না।

তাই বিদেশিদের প্রতি প্রেম-ভালোবাসা ছেড়ে দেন। দেশের মানুষকে ভালো রাখেন। আমরা দেশে লোক তৈরি করব। দেশের লোকেরাই নিউমুরিং টার্মিনাল চালাবে। বাইরের লোক দরকার নেই। সরকারের উদ্দেশে প্রশ্ন রেখে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, সেন্ট মার্টিনে খাওয়া নেই, কাপড় নেই, মানুষ বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না। সেন্ট মার্টিনে কী এমন হয়ে গেল যে বাংলাদেশি নৌকা যেতে পারবে না? সেখানে কী এমন ঘটনা ঘটছে, জানতে চাই। সাজেকে কী হচ্ছে, আমরা জানতে চাই।

২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে বিএনপিও অংশি ছিলো। অন্তর্বর্তী সরকারের নানা উদ্যোগকে স্বাগত জানিয়ে ছিলো। প্রধান উপদেষ্টার নেওয়া সংস্কার কর্মসূচির প্রশংসাও করেছিলো দলটি। কিন্তু কিছু দিন যাবত অন্তর্বর্তী সরকারের ওপর আর ভরসা রাখতে পারছে না বাংলাদেশের বর্তমান প্রধান রাজনৈতিক দল বিএনপি। এসময় অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না।

এই বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে। ড. ইউনূস বিএনপিকে তাঁর মুখোমুখি করে নিয়েছেন মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, তিনি জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন। জাপানে বসে বলেছেন, একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই, ড. ইউনূস সাহেব আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন।

জিয়াউর রহমান তাঁর শাসনামলে যে সংস্কার করে গেছেন, অন্তর্বর্তী সরকার তা কখনোই করতে পারবে না বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘জিয়াউর রহমান যে সংস্কার করে গেছেন, এই সরকার সারা জীবনেও সেটি করতে পারবে না। স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমান বহু সংস্কার করে গেছেন, কিন্তু কোনো ঘোষণা দেননি।