ছবি সংগ্রহ
করোনার টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা চিন্তা-ভাবনা করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক দেশে আমাদের দেশের থেকে কম সময়ে দ্বিতীয় ডোজ
দিচ্ছে। টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান কমিয়ে আনা যায় কিনা সে ব্যাপারেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রিসভার সদস্যরা ভিডিও কনফারেন্সের সাহায্যে ভার্চুয়ালি
বৈঠকে যুক্ত হন। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকের বিষয়ে নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
এসময় তিনি বলেন, করোনাভাইরাসের টিকার দুই ডোজের মধ্যে যে সময় তা কমিয়ে আনার উপায় খুঁজতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুই ডোজের মধ্যে ব্যবধান ১৫ বা ২০ দিন করা যায় কি না সেটা দেখতে বলেছেন। উল্লেখ্য, দেশে বর্তমানে চার সপ্তাহের ব্যবধানে করোনাভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা দেওয়া হচ্ছে।