ঝুঁকিপূর্ণ তালিকায় ঢাকার ৫৮ মার্কেট
- আপডেট সময় : ০৮:৫১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ১১৯ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি, ঢাকা
অনেক ক্ষেত্রে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে ব্যবসাটাকেই বড় করে দেখা হয়েছে। বলতে গেলে ঢাকার প্রায় মার্কেটই ঘিঞ্জি পরিবেশ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বার বার অগ্নিকাণ্ডের ঝুঁকিপূর্ণ বার্তাও দেয় মাকের্টগুলোকে। কিন্তু ব্যবসায়ীরা গা করেনি। সম্প্রতি বঙ্গবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড এবং সব শেষে শনিবারে নিউ সুপার মার্কেটের অগ্নিকাণ্ড তা আরও সামনে আনল।
এসব মার্কেট অগিন ঝুঁকিতে রয়েছে এবং শতর্ক করে বার বার নোটিশ করে ফায়ার সাভিস। রবিবার ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে ৫৮টি মার্কেট অগ্নিঝুঁকিপূর্ণ মার্কেটের তালিকা প্রকাশ করে। সংস্থার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, তারা দুই মাস বিভিন্ন মার্কেট ও শপিং মল পরিদর্শন শেষে অগ্নি নিরাপত্তায় অতি ঝুঁকিপূর্ণ হিসেবে এই মার্কেটগুলোর নাম ঘোষণা করেন।
অতি ঝুঁকিপূর্ণ মার্কেটের মধ্যে নিউমার্কেট এলাকার গাউছিয়া মার্কেট, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা মার্কেট, টিকাটুলি এলাকার রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, লালবাগ এলাকার আলাউদ্দিন মার্কেট, চকবাজার এলাকার শাকিল আনোয়ার টাওয়ার ও শহীদুল্লাহ মার্কেট এবং সদরঘাট এলাকার শরীফ মার্কেট।