ছুটির দিনেও ঢাকা বায়ুদূষণে সপ্তম

- আপডেট সময় : ০৩:১২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
ঢাকার মহানগরীর পরিবেশ রক্ষায় দায়হীনতা স্পষ্ট। যেখানে-সেখানে ময়লা-আবর্জনার স্তুপ। অভিজাত এলাকার বহুতল অ্যাপার্টমেন্টের সামনে ময়লার ভাগাড়। রাস্তায় ধূলার আস্তরন। চলতে গিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। একদিনের বেশি কোন কাপড় পড়া মুশকিল। ধুলার কারণে সারাগায়ে চুলকানি।
এমন পরিস্থিতিতে ছুটির দিনের প্রত্যাশায় থাকে নগরবাসী। তাদের আশা অন্তত ছুটির দিনে ঢাকার বায়ুদূষণের উন্নতি ঘটবে। কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ১৬০ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান অস্বাস্থ্যকর অবস্থানে। এদিন সকাল ৯টায় বিশ্বে বায়ুদূষণে ঢাকার অবস্থান সপ্তম স্থানে রয়েছে বলে বার্তা দেয় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স (আইকিউএয়ার)।
এদিনে ৩৯০ একিউআই স্কোর নিয়ে ঝুঁকিপূর্ণ তালিকার শীর্ষ অবস্থানে কুয়েত সিটি।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।
৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। তবে তা ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।