সংবাদ শিরোনাম ::
চীন থেকে আরও ৬ লাখ টিকা আসছে

ভয়েস ডিজিটাল ডেস্ক
- আপডেট সময় : ০২:১৩:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ জুন ২০২১ ৯২ বার পড়া হয়েছে

চীনের উপহারের আরও ৬ লাখ ডোজ করোনার টিকা আজ রবিবার (১৩ জুন) দেশে আসছে। টিকা আনতে বিমান বাহিনীর দুটি বিমান শনিবার রাতে দেশটির উদ্দেশে ঢাকা ত্যাগ করে বলে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
চীনের দেওয়া দ্বিতীয় দফা উপহারের ছয় লাখ টিকা নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর দুটি পরিবহন বিমান আজ রবিবার ঢাকার পথে রওনা দিয়েছে। ঢাকায় চীন দূতাবাসের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ১৩ জুন পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক অনুষ্ঠানে টিকা আসার বিষয়টি জানিয়েছিলেন। আজ যে ৬ লাখ ডোজ আসার কথা রয়েছে, এগুলোও সিনোফার্মের টিকা।
এর আগে গত ১২ মে চীন প্রথম দফায় ৫ লাখ টিকা উপহার দেয়। বাংলাদেশ ও বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে সিনোফার্মের টিকা অনুমোদন দিয়েছিল। এরপর চীনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়।