ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ২০০ ব্যবসায়ী প্রতিনিধিদলসহ ঢাকায়

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে

বিমানবন্দরে চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দুইশ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা সফরে এসেছেন। এতে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। শনিবার প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন। রবিবার বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবে চীনা প্রতিনিধিদল। সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধিদল। একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবেন তারা। চীনা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন ও পররাষ্ট্র  উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনা প্রতিনিধিদল ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। চীনা প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে উভয়পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে। সেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোগ অংশগ্রহণ এবং আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে।

বিডা জানিয়েছে, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী এক দিনব্যাপী চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক সম্মেলন অনুষ্ঠি হবে। সম্মেলনে প্রায় ১শ’টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন, এর মধ্যে ফরচুন ৫শ’র অন্তর্ভুক্ত ৬-৭ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেবেন। এ ছাড়া চীনের চার চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চীনা বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ২০০ ব্যবসায়ী প্রতিনিধিদলসহ ঢাকায়

আপডেট সময় : ০৯:৩৬:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫

চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাওয়ের নেতৃত্বে দুইশ ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকা সফরে এসেছেন। এতে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। শনিবার প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছায়। চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও ঢাকায় পৌঁছালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন। রবিবার বিডা আয়োজিত এক সেমিনারে যোগ দেবে চীনা প্রতিনিধিদল। সেমিনারে প্রধান অতিথি থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার জয়েন্ট ইকোনমিক কমিটির বৈঠকে যোগ দেবে প্রতিনিধিদল। একইসঙ্গে বাংলাদেশের বেশ কয়েকটি ইকোনমিক জোন পরিদর্শন করবেন তারা। চীনা প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা সফরকালে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বাণিজ্য উপদেষ্টা শেখ বশীরউদ্দীন ও পররাষ্ট্র  উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চীনা প্রতিনিধিদল ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়টি প্রাধান্য পাবে।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। চীনা প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীনা প্রতিনিধিদল বাংলাদেশ সফরকালে উভয়পক্ষ একটি বাণিজ্য ও বিনিয়োগ বিনিময় অনুষ্ঠানের যৌথ আয়োজন করবে। সেখানে শত শত চীনা এবং বাংলাদেশি উদ্যোগ অংশগ্রহণ এবং আরও সহযোগিতার সুযোগ অন্বেষণ করবে।

বিডা জানিয়েছে, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে আগামী এক দিনব্যাপী চীন-বাংলাদেশ বিনিয়োগ ও বাণিজ্যবিষয়ক সম্মেলন অনুষ্ঠি হবে। সম্মেলনে প্রায় ১শ’টি চাইনিজ প্রতিষ্ঠানের ২৫০ বিনিয়োগকারী ও ব্যবসায়ী অংশ নেবেন, এর মধ্যে ফরচুন ৫শ’র অন্তর্ভুক্ত ৬-৭ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারাও অংশ নেবেন। এ ছাড়া চীনের চার চেম্বার অব কমার্সের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।