ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আরকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফেরত আনলো বিজিবি বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘের উদ্বেগ বাংলাদেশের আগামী নির্বাচন পৃথিবীতে নজির সৃষ্টি করবে: গুতেরেস সংস্কার ছোট হলে ডিসেম্বরে, বৃহত্তর হলে নির্বাচন জুনে, ড. ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনই সংকটের একমাত্র সমাধান: গুতেরেস কানাডায় পালানো রাষ্ট্রদূত হারুনের বিরুদ্ধে ব্যবস্থা বিশ্বে প্রথমবারের মতো লাখো লোকের ইফতারে ড. ইউনূস ও গুতেরেস ১ লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতারে অংশ নেবেন ইউনূস ও গুতেরেস বোনকে ফ্ল্যাট হস্তান্তরে স্বাক্ষর জাল করেন টিউলিপ : দুদক এলজিইডির নির্বাহী প্রকৌশলীর গাড়িতে মিললো ৩৭ লাখ টাকা

চালের ‘মিনিকেট’ নাম দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে : খাদ্যমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ১২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এদেশের কৃষকরাই মূল ভূমিকা পালন করেন

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের মিনিকেট নাম দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে। চাল বিক্রি ও ছাঁটাই রোধে একটি আইন এরই মধ্যে কেবিনেট মিটিংয়ে (খসড়া) চূড়ান্ত অনুমোদন হয়েছে। যা সংসদে যাওয়ার অপেক্ষায়। মন্ত্রী জানান, চাল মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবারাহ ও বিতরণ বিষয়েও আইন অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার প্রান্তিক কৃষকদের ‘আউশ প্রণোদনা কর্মসূচি’ আওতায় ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এদেশের কৃষকরাই মূল ভূমিকা পালন করেন। দেশে ফসল উৎপাদন হলে খাদ্য মজুদ হবে। আমদানি নির্ভরতা কমবে। এবার মাত্র ১১ লাখ মেট্রিক টন সরকারি ও বেসরকারিভাবে চাল আমদানি করা হয়েছে। আমদানি করার কারণে যারা মজুদ করতেন, তারা বেকায়দায় পড়েছেন। এছাড়া ওএমএস চালু করায় চালের বাজার স্থিতিশীল রয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে বছরে কতটুকু সার প্রয়োজন, কোন কোন ফসলের জন্য কতটুকু সার দরকার, সরকার সেই হিসাব করে সার কিনে থাকে। করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও অর্থের যোগান দিয়ে বিদেশ থেকে বেশি দামে সার কিনে ভর্তুকি দিয়ে সুলভ মূল্যে সার সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদনের ধারা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছু কিছু ব্যবসায়ী আছেন, যাদের অল্প লাভে পেট ভরে না। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাদের সজাগ থাকতে হবে যেন সার, সেচ, কীটনাশক নিয়ে কেউ অনিয়ম করতে না পারেন। এসময় কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের হিসাব রাখতে হয়, আউশ, বোরো ও আমন কতটুকু উৎপাদন হবে। কতটুকু ঘাটতি হবে। তাই সরকারের দেওয়া প্রণোদনার বীজ ও সারের যথাযথ ব্যবহারের মাধ্যমে আউশের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।

‘আউশ প্রণোদনা কর্মসূচি’ ২০২২-২৩ এর আওতায় সাপাহারে ১৯৩৫ জন, পোরশায় ১৯৩৫ ও নিয়ামতপুরে ৩৫১০ কৃষকের মধ্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়। একেকজন কৃষককে পাঁচ কেজি করে ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চালের ‘মিনিকেট’ নাম দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে : খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ০৯:১৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩

সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এদেশের কৃষকরাই মূল ভূমিকা পালন করেন

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের মিনিকেট নাম দিয়ে মানুষকে ঠকানো হচ্ছে। চাল বিক্রি ও ছাঁটাই রোধে একটি আইন এরই মধ্যে কেবিনেট মিটিংয়ে (খসড়া) চূড়ান্ত অনুমোদন হয়েছে। যা সংসদে যাওয়ার অপেক্ষায়। মন্ত্রী জানান, চাল মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবারাহ ও বিতরণ বিষয়েও আইন অনুমোদিত হয়েছে।

মঙ্গলবার নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার প্রান্তিক কৃষকদের ‘আউশ প্রণোদনা কর্মসূচি’ আওতায় ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়তে এদেশের কৃষকরাই মূল ভূমিকা পালন করেন। দেশে ফসল উৎপাদন হলে খাদ্য মজুদ হবে। আমদানি নির্ভরতা কমবে। এবার মাত্র ১১ লাখ মেট্রিক টন সরকারি ও বেসরকারিভাবে চাল আমদানি করা হয়েছে। আমদানি করার কারণে যারা মজুদ করতেন, তারা বেকায়দায় পড়েছেন। এছাড়া ওএমএস চালু করায় চালের বাজার স্থিতিশীল রয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, দেশে বছরে কতটুকু সার প্রয়োজন, কোন কোন ফসলের জন্য কতটুকু সার দরকার, সরকার সেই হিসাব করে সার কিনে থাকে। করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মধ্যেও অর্থের যোগান দিয়ে বিদেশ থেকে বেশি দামে সার কিনে ভর্তুকি দিয়ে সুলভ মূল্যে সার সরবরাহের মাধ্যমে কৃষি উৎপাদনের ধারা বজায় রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কিছু কিছু ব্যবসায়ী আছেন, যাদের অল্প লাভে পেট ভরে না। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কৃষি কর্মকর্তাদের সজাগ থাকতে হবে যেন সার, সেচ, কীটনাশক নিয়ে কেউ অনিয়ম করতে না পারেন। এসময় কৃষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আমাদের হিসাব রাখতে হয়, আউশ, বোরো ও আমন কতটুকু উৎপাদন হবে। কতটুকু ঘাটতি হবে। তাই সরকারের দেওয়া প্রণোদনার বীজ ও সারের যথাযথ ব্যবহারের মাধ্যমে আউশের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।

‘আউশ প্রণোদনা কর্মসূচি’ ২০২২-২৩ এর আওতায় সাপাহারে ১৯৩৫ জন, পোরশায় ১৯৩৫ ও নিয়ামতপুরে ৩৫১০ কৃষকের মধ্যে এসব সার ও বীজ বিতরণ করা হয়। একেকজন কৃষককে পাঁচ কেজি করে ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়।