চারুকলায় ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেওয়া হয়েছে

- আপডেট সময় : ১১:৩৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে এবার নববর্ষের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান।
কিন্তু আর একদিন পরই পহেলা বৈশাখ বাংলা নববর্ষ। এবারে নববর্ষের আনন্দ যাত্রার উপকরণ ২০ ফুট উচ্চতার ফ্যাসিস্টের মুখাকৃতিটি পুড়িয়ে দেওয়া হয়েছে।
শনিবার ভোরে কে বা কারা আগুন দিয়ে ফ্যাসিস্টের মুখাকৃতি পুড়িয়ে দেয়। এসময় পাশে শান্তির পায়রাও আংশিক ক্ষতি হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের ধারণা, শনিবার পৌনে ৫টা থেকে ৫টার মধ্যে আগুন লেগেছে। তবে কীভাবে এই আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিত না।

এঘটনায় শাহবাগ থানায় জিডি করা হয়েছে।
অথচ ফ্যাসিস্টের মুখাকৃতির পাশেই দায়িত্ব পালন করেন একদল পুলিশ। তারা তখন কোথায় ছিলো?
আগুনে ফ্যাসিস্টের মুখাকৃতি ও শান্তির পায়রার যে মোটিভ তৈরি করা হচ্ছিল সেগুলোই বেশি পুড়েছে ।
শনিবার ভোরে এ ঘটনাটি ঘটে বলে ধারণা সংশ্লিষ্টদের। এ ঘটনায় শোভাযাত্রার প্রস্তুতিতে ব্যাঘাত ঘটালেও প্রস্তুতি কমবে না বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা।

নববর্ষের শোভাযাত্রায় বাঙালি ছাড়াও ২৭ জাতিগোষ্ঠী অংশগ্রহণ করবে
এবার থেকে বাংলা নববর্ষ বরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নাম আর থাকছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে ঢাকায় বাংলা নববর্ষের এবারের শোভাযাত্রার নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এতদিন এই শোভাযাত্রা হতো মঙ্গল শোভাযাত্রা নামে।