ঘূর্ণিঝড় আম্পান: সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৩৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২০ ৫৩৫ বার পড়া হয়েছে
ভয়েস ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের যে কোন জাতীয় দুর্যোগে প্রায় নির্ঘুম রাত কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে গত বছর ঘূর্ণিঝড় বুলবুলের সময়ও তিনি দিক নির্দেনা দিয়েছেন। বন্যা-দুর্যোগ কোনটার কথা বলবো? পুরান ঢাকার আগুন, কোথায় ভবন ধ্বসে পড়া, করোনাভাইরাসে সঠিক চিকিৎসা এবং দেশের মানুষের এই সংকটকালে কিভাবে রক্ষা যায়, তার দিক নির্দেশনা। কোথায় নেই তিনি। কাতারে কাতারে যখন রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আসছিলো, তখনও তাদের পাশে^ দাড়িয়ে সমবেদনার অশ্রু ঝড়িয়েছেন। বিশ^মানবতার নজির গড়েছেন। দুনিয়ার নানা প্রান্তের রাষ্ট্রনেতারা তাঁর এই যুগান্তকারী কাজকে মানবতার মা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তিনি বাংলাদেশের উন্নয়নের স্মারক-প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। বঙ্গবন্ধুর পর শেখ হাসিনার দূরদর্শিতায় বাংলাদেশ আজ খাদ্যে স্বনির্ভর-মধ্যম আয়ের দেশ। তিনিইতো দেশের মানুষকে রক্ষায় ঘূর্ণিঝড় আম্পান পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং করবেন। তার নির্দেশ অনুযায়ী এরই মধ্যে উপকূলীয় জেলাগুলো থেকে ১০ লাখের বেশি মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, উপকূলবর্তী ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে প্রধানমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন। ঘূর্ণিঝড়ে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং পরবর্তী সময়ে কার্যক্রম পরিচালনার জন্য প্রশাসনকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।